নৌকা প্রতীকের সমর্থনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মিছিল
চাঁদপুর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডাঃ দীপু মনির সমর্থনে মিছিল বের করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর আদালত প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী মূল জনসভাস্থলে এসে যোগ দেয়।
মিছিলে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডঃ আহসান হাবীব, সাধারণ সম্পাদক অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র আইনজীবী অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম, অ্যাডঃ বদিউজ্জামান কিরণ, অ্যাডঃ রইচুর রহমান, অ্যাডঃ বদরুল আলম চৌধুরী, অ্যাডঃ মাহবুব আলম, অ্যাডঃ মোর্শেদ আলম তালুকদার বাবুল, অ্যাডঃ আবুল কালাম আজাদ, অ্যাডঃ বিশ্বজিত কর রানা, অ্যাডঃ উজ্জ্বল হোসেনসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ।
ছবি : ০১
বিএমএর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক ডাঃ কামরুল হাসান মিলনের নেতৃত্বে শাহরাস্তিতে নৌকার পক্ষে গণসংযোগ ও পথসভা
শাহরাস্তি ব্যুরো ॥ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক ডাঃ কামরুল হাসান মিলনের নেতৃত্বে চাঁদপুর-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার ও বর্তমান সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের সমর্থনে ব্যাপক গণসংযোগ ও পথসভা হয়েছে। ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দিনব্যাপী শাহরাস্তি উপজেলার শত শত নেতা-কর্মীকে সাথে নিয়ে তিনি মোটর শোভাযাত্রা সহকারে উপজেলার আয়নাতলী, উঘারিয়া, সুচীপাড়া, উপজেলা সদর, কালীবাড়ি, ঠাকুরবাজার, দোয়াভাঙ্গা, মেহের স্টেশন, কালিয়াপাড়া, হোসেনপুর হয়ে হাজীগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন।
পথসভায় তিনি বলেন, নৌকা মুক্তিযুদ্ধের, স্বাধীনতার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও দেশরতœ শেখ হাসিনার প্রতীক। দেশরতœ শেখ হাসিনা স্বাধীনতার প্রতীক নৌকা দিয়ে মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমকে আপনাদের কাছে পাঠিয়েছেন। নতুন প্রজন্মকে সাথে নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করে ঘরে ফিরতে হবে। আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীককে বিজয়ী করে এ আসনটি আমরা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেব।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেডএম আনোয়ার, ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম মোল্লা, পৌর প্যানেল মেয়র বাহার উদ্দিন বাহার, চিতোষী পশ্চিম আওয়ামী লীগ সভাপতি এইচএম শোয়েব দেওয়ান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন পাটোয়ারী, আনোয়ার হোসেন, ওমর ফারুক, জহিরুল ইসলাম প্রমুখ সহ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন।