প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে ডাঃ দীপু মনি
প্রাণপ্রিয় নেত্রী, আপনার প্রতি চাঁদপুর জেলাবাসীর কৃতজ্ঞতার বাস্তবরূপ ৩০ ডিসেম্বর দেখাবো ইনশাআল্লাহ
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ডাঃ দীপু মনি বলেছেন, প্রাণপ্রিয় নেত্রী, আপনার প্রতি চাঁদপুরবাসীর কৃতজ্ঞতার শেষ নেই। আপনি ১৯৯৬ সালের পাঁচ বছর এবং ২০০৯ থেকে ২০১৮ এই দশ বছর চাঁদপুর জেলাকে দু’হাত ভরে দিয়েছেন। চাঁদপুর জেলার প্রতিটি মানুষ আপনাকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সাথে স্বরণ করে। বিশেষ করে এই দশ বছরে চাঁদপুরের চেহারা পাল্টে গেছে। সকল ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটেছে। এক কথায় মানুষের আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নতি ঘটেছে। এ ক্ষেত্রে আপনার তথা আপনার সরকারের একক অবদান। আর এর কৃতজ্ঞতার বাস্তবরূপ চাঁদপুর জেলাবাসী আগামী ৩০ ডিসেম্বর দেখাবে ইনশাআল্লাহ। চাঁদপুরের পাঁচটি আসনে ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটে জয়ী হয়ে আপনাকে উপহার দেবো। এ সময় শেখ হাসিনা খুব উচ্ছ্বাসের সাথে হাসি দিয়ে করতালি দেন। আর তখন পুরো অনুষ্ঠানস্থল করতালিতে মুখরিত হয়ে ওঠে।
গতকাল বুধবার চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর তাঁকে উদ্দেশ্য করে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ডাঃ দীপু মনি এ বক্তব্য রাখেন। এ ভিডিও কনফারেন্সে চাঁদপুরের পাঁচ আসনের নৌকা মার্কার পাঁচজন প্রার্থী ছাড়াও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ হাজার হাজার জনতা উপস্থিত ছিলেন।