চাঁদপুর-৩ আসনে মহাজোট প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির বিবৃতি
প্রার্থীর বাড়িতে হামলাসহ নাশকতামূলক কর্মকা-ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে অনুরোধ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ¦ ডাঃ দীপু মনি এমপি’র বাসায় হামলাসহ বিভিন্ন স্থানে বিএনপি ও জামাত-শিবিরের নাশকতামূলক কর্মকা-ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের মহাজোট প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি। একই সাথে এসব নাশকতামূলক কর্মকা-ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনকে অনুরোধ জানানো হয়।
নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে আহ্বায়ক আবু নঈম পাটওয়ারী দুলাল এক বিবৃতিতে উল্লেখ করেন, জনবিচ্ছিন্ন বিএনপি নির্বাচন বানচাল করার হীন উদ্দেশ্যে এবং তাদের পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে গত ২৪ ডিসেম্বর দুপুর আনুমানিক দেড়টার দিকে আমাদের নৌকা প্রতীকের প্রার্থী এবং বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ¦ ডাঃ দীপু মনি এমপি’র বাসায় হামলা চালায়। বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে পূর্ব পরিকল্পিতভাবে বিএনপি’র মিছিল থেকে ডাঃ দীপু মনি এমপি’র বাসায় হামলা চালানো হয়। ওই সময় আমাদের প্রার্থী ডাঃ দীপু মনি এমপি তাঁর পূর্ব নির্ধারিত নির্বাচনী গণসংযোগে বাগাদী ইউনিয়নে ছিলেন বিধায় সে সময় তাঁর বাসায় দলের নেতা-কর্মী তেমন একটা ছিলো না। বাসার নিচে ছাত্রলীগ, যুবলীগের ১৬/১৭ জন নেতা-কর্মী বসা ছিলেন। পরে হামলার খবর পেয়ে আশেপাশের এলাকা হতে আমাদের দলের কিছু নেতা-কর্মী ডাঃ দীপু মনি এমপি’র বাসার সামনে চলে আসে। কিন্তু বিএনপি’র চিহ্নিত কিছু সশস্ত্র সন্ত্রাসী এবং জামাত-শিবিরের কিছু সন্ত্রাসী (যারা বিভিন্ন নাশকতা মামলার আসামী) ইট-পাটকেল নিক্ষেপ এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আমাদের প্রায় ২০/২৫ জন নেতা-কর্মীদের রক্তাক্ত জখম করে। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, জেলা বিএনপি’র আহ্বায়ক ও চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে এবং তার নির্দেশে এ হামলা হয়েছে। পরে র্যাব, পুলিশ, বিজিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে আসলে ওই দুর্বৃত্ত হামলাকারী সন্ত্রাসীরা শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়ির ভেতরে ঢুকে গেট বন্ধ করে দেয়। এমনকি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়ির ভেতরে থেকে দীর্ঘ সময় বৃষ্টির মতো ইট ও পাথর ছুড়তে থাকে আমাদের নেতা-কর্মীদের উপর।
তিনি বলেন, বিএনপি-জামাত ২০১৪ সালের ন্যায় আবারো আগুন সন্ত্রাসে মেতে উঠেছে। তারা গত ২৩ ডিসেম্বর রাতে সদর উপজেলার ১১ নং ইব্রাহীমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ হিন্দুলী গ্রামের সোবহান ডাক্তারের বাড়ির সামনে নৌকা মার্কার ইব্রাহীমপুর ইউনিয়ন নির্বাচনী অফিস পুড়িয়ে ফেলে। একই রাতে ১২ নং চান্দ্রা ইউনিয়নের মধ্য বাখরপুর গ্রামে ইউনিয়ন বিএনপির সভাপতির বাড়ির সামনে টানানো নৌকা মার্কার কয়েকটি ব্যানার পুড়িয়ে ফেলে দুর্বৃত্তরা। এমনিভাবে একেরপর এক হামলা এবং নাশকতামূলক কাজ চালিয়ে যাচ্ছে বিএনপি এবং জামাত-শিবিরের দুর্বৃত্ত সন্ত্রাসীরা। তাদের এসব করার উদ্দেশ্য হচ্ছে, এসব কর্মকা-ের দ¦ারা একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। এমনকি নির্বাচনের দিন আরো বেশি পেশীশক্তি প্রয়োগ করে পুরো নির্বাচনী এলাকায় একটা বিশৃঙ্খল ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করারও পরিকল্পনা তাদের রয়েছে।
এমতাবস্থায় বিএনপি-জামাতের ওইসব সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকা-ের বিরুদ্ধে আশু ব্যবস্থা নিতে প্রশাসনসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছেন চাঁদপুর-৩ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবু নঈম পাটওয়ারী দুলাল।