• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মুক্তিযোদ্ধা বিবি দাসের পরলোকগমন

প্রকাশ:  ২৭ ডিসেম্বর ২০১৮, ০০:২১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলা আওয়ামী লীগের এক সময়ের নেতা ও বীর মুক্তিযোদ্ধা ব্রজ বল্লভ দাস (বিবি দাস) আর নেই। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল ২৬ ডিসেম্বর বুধবার সকাল ১১টা ৪০ মিনিটে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। চলতি মাসের শুরুর দিকে ব্রজ বল্লভ দাস গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁর ছোট কন্যার বিয়ের কয়েকদিন পর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাঁর অবস্থার অবনতি ঘটলে দ্রুত ঢাকা বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তিনি গতকাল পৃথিবীর মায়া ত্যাগ করেন।
জানা যায়, ব্রজ বল্লভ দাস ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা ও নাতি-নাতনীসহ বহু শুভাকাক্সক্ষী রেখে গেছেন। তাঁর মরদেহ বিকেল ৫টায় ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা করা হয়। রাতে মরদেহটি নতুনবাজার শ্রীশ্রী কালীবাড়িতে রাখা হবে। বৃহস্পতিবার ব্রজ বল্লভ দাসকে রাষ্ট্রীয়ভাবে ‘গার্ড অব অনার’ প্রদান শেষে চাঁদপুর মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হে ব। ব্রজ বল্লভ দাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মহসীন পাঠান, মহাসচিব হারুন আল রশীদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবু, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডঃ রণজিত রায় চৌধুরী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সদর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি বাসুদেব মজুমদার, সাধারণ সম্পাদক সাংবাদিক বিমল চৌধুরী, বিবেকানন্দ যুব সংঘের সভাপতি জয়রাম রায়, সহ-সভাপতি রোটাঃ রিপন সাহা, সাধারণ সম্পাদক পলাশ মজুমদার, চাঁদপুর সাংস্কৃতিক চর্চাকেন্দ্রের সদস্য সচিব ইয়াহিয়া কিরণ, সম্মিলিত সাংস্কৃতিক জোট-চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার, সাধারণ সম্পাদক অ্যাডঃ বদিউজ্জামান কিরণ, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সাধারণ সম্পাদক অ্যাডঃ আমির উদ্দিন ভূঁইয়া মন্টু, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি পীযূষ কান্তি রায় চৌধুরী, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুশীল সাহা, সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, প্রচার সম্পাদক মানিক দাস, স্বরলিপি নাট্যদলের প্রতিষ্ঠাতা এমআর ইসলাম বাবু, সহ-সভাপতি শেখ আল-মামুন প্রমুখ।
ডাঃ দীপু মনি এমপির শোক
চাঁদপুর শহর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্রজবল্লভ (বিবি) দাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ডাঃ দীপু মনি এমপি। তিনি এক শোকবার্তায় বলেন, বিবি দাসের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর মতো কর্মচঞ্চল মানুষের এ সমাজে বড় প্রয়োজন ছিলো। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাই।
সুজিত রায় নন্দীর শোক
চাঁদপুর শহর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিবি দাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। তিনি এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার সদ্গতি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

সর্বাধিক পঠিত