ডাঃ দীপু মনির সমর্থনে জেলা পূজা উদ্যাপন পরিষদের উঠোন বৈঠক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপির নৌকার সমর্থনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে উঠোন বৈঠক করা হয়েছে। গত ২৩ ডিসেম্বর রোববার পুরাণ বাজারের হরিসভা এলাকার পোদ্দার বাড়িতে সন্ধ্যায় এ উঠোন বৈঠক করা হয়। বৈঠকে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র রায়। তিনি বলেন, ভোটের দিন আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে সকালে ভোট দিতে যাবেন। প্রশাসনসহ সবাই হিন্দু সম্প্রদায়ের পাশে আছে। তিনি আরো বলেন, দুইবারের সফল এমপি ডাঃ দীপু মনি চাঁদপুর-হাইমচরের নদী ভাঙ্গন রোধ করেছেন। পুরাণবাজারের উন্নয়নেও রেখেছেন অনেক অবদান। যা আর অন্য কোনো সরকারের আমলে কেউ করতে পারেনি। ব্যক্তিগতভাবেও তিনি একজন অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব। তাঁর কাছে দলমত সকলে সমান। তাঁর বিকল্প এই আসনে কেউ নেই বলেই জননেত্রী শেখ হাসিনা তাঁকে আমাদের উন্নয়নের জন্যে পুনরায় নৌকার প্রার্থী করে পাঠিয়েছেন। তিনি আরো বলেন, ডাঃ দীপু মনি এমপি আমাদের হিন্দু সমাজের মন্দিরের উন্নয়নে অনেক কাজ করেছেন। তিনি যথেষ্ট সৎ ও ভালো মানুষ এবং আমাদের চাঁদপুরের নির্ভরতার প্রতীক। তাই দলমত-ধর্ম-বর্ণ নির্বশেষে আমরা সবাই নৌকায় ভোট দিয়ে তাঁকে আবারো জয়যুক্ত করবো। বৈঠকে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্ত্তী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান ঢালী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, চাঁদপুর সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুশীল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, জেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সাহা। জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক কার্তিক সরকারের পরিচালনায় বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন জেলা পূজা উদ্যাপন পরিষদের দপ্তর সম্পাদক রঞ্জিত সাহা মুন্না, সদস্য মুক্তিযোদ্ধা নির্মল রায়, জুয়েল কান্তি নন্দু, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মমিন বেপারী, সহ-সাংগঠনিক সম্পাদক ভাষাণ ঘোষ, পুরাণবাজার লোকনাথ বাবা মন্দির ও সেবাশ্রমের সভাপতি কার্তিক সাহা, সহ-সভাপতি প্রবাস সাহা, পুরাণবাজার জন্মাষ্টমী পরিষদের সভাপতি অনন্ত চক্রবর্তী, সাধারণ সম্পাদক সহদেব দেবনাথ, সাবেক সভাপতি বিশ^নাথ বণিক, হরিসভা মদন মোহন মন্দিরের সাধারণ সম্পাদক উমেশ চন্দ্র সাহা, হরিসভা দুর্গা পূজা কমিটির সাধারণ সম্পাদক শম্ভুনাথ সাহা, পুরাণবাজার হরিসভা এলাকার পোদ্দার বাড়ির সন্তান প্রণব সাহা প্রমুখ।