• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উদয়ন শিশু বিদ্যালয়ের সাফল্য

প্রকাশ:  ২৪ ডিসেম্বর ২০১৮, ১৯:২৩
উজ্জ্বল হোসাইন
প্রিন্ট

২৪ ডিসেম্বর সোমবার ২০১৮ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৮ এর ফলাফল প্রকাশিত হয়েছে। এবার চাঁদপুর উদয়ন শিশু বিদ্যালয় সাফল্য অর্জন করেছে। ঐতিহ্যবাহী উদয়ন শিশু বিদ্যালয় থেকে মোট ৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে সকল শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়। শিক্ষার্থীদের মধ্যে ৪৯ জন জিপিএ ৫.০০ পেয়েছে। তাদের এ সাফল্যে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হোসেন খান ও অন্যান্য সদস্যবৃন্দ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান। এই সাফল্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার বিদ্যালয়ের সকল শিক্ষকদের ধন্যবাদ জানান।

সর্বাধিক পঠিত