• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নৌকার পক্ষে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গণসংযোগ

ডাঃ দীপু মনির জন্যে ভোট চাইতে পেরে আমরা গর্বিত

প্রকাশ:  ২৪ ডিসেম্বর ২০১৮, ১২:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘বহু গুণে গুণাম্বিত ডাঃ দীপু মনি এমপির পক্ষে ভোট চাইতে পেরে আমরা নিজেদের গর্বিত মনে করছি। দীপু মনি একজন পরীক্ষিত দক্ষ পার্লামেন্টারিয়ান। তিনি চাঁদপুরের উন্নয়নে ব্যাপক কাজ করেছেন। তাঁর এই কাজ ও সততার জন্যে আপনারা তাঁকে পুনরায় নির্বাচিত করবেন। আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবেন’। গতকাল ২৩ ডিসেম্বর ডাঃ দীপু মনির নৌকা প্রতীকের সমর্থনে গণসংযোগ করতে গিয়ে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ উপরোক্ত বক্তব্য রাখেন। তারা আরো বলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সকল সময় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে সমর্থন জানিয়ে আসছে। যারা এ দেশের জন্যে রক্ত দিয়েছে, যাদের অবদানে এই বাংলাদেশ, তাদের প্রতি আমরা সকল সময়ই শ্রদ্ধাশীল। সেই শহীদদের স্বপ্ন পূরণে ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণে আবারো শেখ হাসিনার সরকারের প্রয়োজন রয়েছে। আর শেখ হাসিনাকে বিজয়ী করতে হলে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তাই আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে ডাঃ দীপু মনিকে ভোট দিন, নৌকার বিজয় নিশ্চিত করুন।
    ঐক্য পরিষদ নেতৃবৃন্দ গতকাল বালিয়া ইউনিয়নের কয়েকটি স্থানে গণসংযোগ শেষে জেলা ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার কার্যালয়ে গিয়ে সংস্থার নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উঠোন বৈঠকে মিলিত হন। এ সময় নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, উপদেষ্টা পরেশ মালাকার, সিনিয়র সহ-সভাপতি তপন সরকার, যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা নির্মল রায়, সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, সহ-সভাপতি বিশিষ্ট গীতিকার পীযূষ কান্তি রায় চৌধুরী, ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি কর্ণরাজ ত্রিপুরা, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র ত্রিপুরা, যুগ্ম সম্পাদক রাখাল ত্রিপুরা, কোষাধ্যক্ষ খোকন ত্রিপুরা, দপ্তর সম্পাদক বাবুল ত্রিপুরা, শিক্ষক মোঃ তানভীর হোসেন প্রমুখ। নেতৃবৃন্দ সকাল ১০টায় গণসংযোগে নেমে বিকেলে শহরে ফিরে আসেন এবং বিকেলে নতুন বাজারের পালপাড়ায় গণসংযোগ করেন।
    

 

সর্বাধিক পঠিত