ফরিদগঞ্জে জমিয়াতুল মোদর্রেছীনের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ফরিদগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়েছে। গত ৭ নভেম্বর ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ এইচএম আনোয়ার মোল্লাকে সভাপতি, রামদাসেরবাগ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ মিজানুর রহমান খন্দকারকে সেক্রেটারী এবং কাছিয়াড়া মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ জাকির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। পরবর্তীতে চাঁদপুর জেলা জমিয়াতুল মোদার্রেছীন কর্তৃক গঠিত তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন যথাক্রমে প্রধান নির্বাচন কমিশনার জমিয়াতুল মোদার্রেছীন চাঁদপুর জেলা শাখার সভাপতি ও ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওঃ একেএম মাহবুবুর রহমান, নির্বাচন কমিশনার জেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ মোস্তাফিজুর রহমান এবং নির্বাচন কমিশনার ও জেলা শাখার অফিস সম্পাদক মাওঃ জিয়াউদ্দিন খন্দকার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।