• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশ:  ২৩ ডিসেম্বর ২০১৮, ২১:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর শহরের বিষ্ণুদী ব্যাংক কলোনীতে অসাবধনতার কারণে খেলতে গিয়ে একতলা বাড়ির ছাদ থেকে পড়ে মুজা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ২৩ ডিসেম্বর রোববার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। শিশুর পিতা মাসুদ হোসেন জানিয়েছেন, খেলতে গিয়ে শিশুটি ছাদ থেকে পড়ে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সার্জারী চিকিৎসকের জন্য রেফার করেন। কিন্তু ওই সময় সার্জারী চিকিৎসক না থাকায় ১ ঘন্টা পরে দুপুর ১টায়  শিশুটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। শিশুটির মা হাছিনা আক্তার জানান, সঠিক সময়ে চিকিৎসক আসলে হয়তো তার মেয়েটি বাঁচানো যেত।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নূরে আলম জানান, শিশুটির মাথায় প্রচন্ড আঘাতে রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর শিশুর মৃত্যু হয়।

 

সর্বাধিক পঠিত