• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আস্থা রাখুন দীপু মনিতে চাঁদপুরের উন্নয়নকে তরান্বিত করুন : নাগরিক কমিটি

প্রকাশ:  ২৩ ডিসেম্বর ২০১৮, ১৯:৪২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর নাগরিক কমিটি ২৩ ডিসেম্বর রোববার ডাঃ দীপু মনির পক্ষে চাঁদপুর শহরের বিভিন্ন পয়েন্টে ব্যাপক গণসংযোগ করেছে। নাগরিক কমিটির নেতৃবৃন্দ বিগত ১০ বছরের চাঁদপুর-৩ সংসদীয় আসনের বর্তমান সরকারের সাফল্য এবং চাঁদপুর-৩ এর সংসদ সদস্য ডাঃ দীপু মনি এমপির ঐকান্তিক চেষ্টায় চাঁদপুর যে উন্নয়ন কার্মকা- হয়েছে তা জনগণের সামনে তুলে ধরেন।
নাগরিক কমিটির নেতৃবৃন্দ বলেন, বিগত সরকারগুলোর সময়ে চাঁদপুর বরাবরই ছিলো অবহেলিত জনপদ। যোগ্য নেতৃত্বের অভাবে চাঁদপুর হাইমচর বারবার বঞ্চিত হয়েছে উন্নয়ন থেকে। ২০০৮ সালে ২৯ ডিসেম্বর সাধারণ নির্বাচনে ডাঃ দীপু মনিকে সমর্থন দিয়েছিল। জনগণের আস্থার প্রতি সম্মান দেখিয়ে বিগত ১০ বছরে এ জনপদের যে পরিমান উন্নয়ন ডাঃ দীপু মনি করেছেন তা এক কথায় অবিশ্বাস্য। মানুষের প্রত্যাশার চেয়ে প্রাপ্তি হয়েছে অনেক। চাঁদপুর হাইমচরকে মেঘনার করালগ্রাস থেকে রক্ষা করে স্থায়ী বাঁধ নির্মাণ করেছেন। ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, মেডিকেল কলেজ স্থাপন, ২৩৭ কিলোমিটার রাস্তা, ৩২৪টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন, মেরিন একাডেমি, কোস্টগার্ড স্টেশন, আধুনিক নৌবন্দরসহ বহু উন্নয়ন হয়েছে।
এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে ডাঃ দীপু মনিকে নৌকা প্রতীকে ভোট দিয়ে চাঁদপুরকে একটি আধুনিক জেলা হিসেবে গড়ে তুলতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ডাঃ দীপু মনিকে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্যে আহ্বান জানান। নাগরিক কমিটির নেতৃবৃন্দ নতুন বাজার মোড় , হাজী মহসিন রোড, বিপণীবাগ, কুমিল্লা রোড, হকার্স মার্কেট  এবং কালীবাড়ি মোড়ে গণসংযোগ করেন।
নাগরিক কমিটির আহ্বায়ক আলহাজ¦ মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিমের নির্দেশনায় এবং সদস্য সচিব অধ্যক্ষ রতন কুমার মজুমদারের পরিচালনয় বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন নাগরিক কমিটির সদস্য ইফতেখারুল আলম মাসুম, আফরোজা খাতুন মেরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ আবদুর রাজ্জাক, মহসিন পাটওয়ারী, মমিনুল হক প্রমুখ। এছাড়া গণসংযোগে অংশ নেন নাগরিক কমিটির সদস্য সুভাষ চন্দ্র রায়, আলহাজ¦ মোস্তাক হায়দার চৌধুরী, রোটাঃ তমাল কুমার ঘোষ, ডাঃ মোঃ একিএম রুহুল আমীন, ডাঃ মোস্তাফিজুর রহমান, শেখ মনিরুল ইসলাম বাবুল ও নূপুর বিশ্বাস।

 

সর্বাধিক পঠিত