• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হরিজন জনগোষ্ঠীর উদ্যোগে নৌকা মার্কার সমর্থনে উঠোন বৈঠকে ডাঃ দীপু মনি

চাঁদপুর-হাইমচরে সাড়ে ৩ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে

প্রকাশ:  ২৩ ডিসেম্বর ২০১৮, ১০:০৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে নৌকা মার্কার প্রার্থী ডাঃ দীপু মনিকে ভোট দিতে চাঁদপুর শহরের স্বর্ণখোলা রোড এলাকায় হরিজন জনগোষ্ঠীর উদ্যোগে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
    ২১ ডিসেম্বর শুক্রবার রাতে এ উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দীপু মনি বলেন, চাঁদপুর সদর ও হাইমচরে গত দশ বছরে সাড়ে ৩ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। এছাড়া আরো আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। একই সাথে ৫০ হাজার কোটি টাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে কাজ চলছে। আমাদের ছেলে-মেয়েদের ভবিষ্যৎ গড়ার জন্যে চাঁদপুরে এই অর্থনৈতিক অঞ্চল ও পর্যটন এলাকা গড়ে তোলা হবে। তাই আসছে নির্বাচনে নৌকা মার্কাকে জয়যুক্ত করলে চলমান এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন হবে। তিনি বলেন, হরিজনদের এই সমাজে চাকরির ক্ষেত্রে সমস্যা রয়েছে। এছাড়া বিদ্যুতের সমস্যা ও গৃহের সমস্যার মতো  আরো অনেক সমস্যা রয়েছে। বিদ্যুতের পরিবর্তে সৌরবিদ্যুতের ব্যবস্থা করা যেতে পারে। থাকার ঘরগুলোর জরাজীর্ণতা দেখার জন্যে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কাজ করবে। হরিজনদের নি¤œ ও মধ্যবিত্ত পরিবারের সমস্যার সমাধানে তারা যাতে কাজ করতে পারে সে ব্যবস্থা নেয়া হবে। তাদের জন্যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজের ব্যবস্থা করে দেয়া সম্ভব হবে। এভাবে হরিজনদের ছোট ছোট সব সমস্যা সমাধান করা হবে। নির্বাচনের পর এগুলো করে দেয়ার চেষ্টা করবো। তিনি আরো বলেন, চাঁদপুর সদর ও হাইমচরে নদী ভাঙ্গন রোধে ১৯ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে। ১শ’ ১৫ বছর পর চাঁদপুর-লাকসাম রেলপথে ২শ’ ৭৮ কোটি টাকার উন্নয়ন কাজ করা হয়েছে। নৌ-টার্মিনাল আধুনিকায়নের কাজ চলমান রয়েছে। আমরা অসংখ্য স্কুল-কলেজ ও মাদ্রাসার ভবন করেছি, মসজিদ-মন্দিরের উন্নয়ন করেছি। চাঁদপুর এগিয়ে যাচ্ছে, অনেক পরিকল্পনা রয়েছে, তা করা সম্ভব। আর এগুলো করতে পারবে যারা একটানা ১০ বছর উন্নয়ন করেছে সেই আওয়ামী লীগ সরকার। তাই সবাইকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানাই।
    ডাঃ দীপু মনি চাঁদপুর-৩ আসনে বিএনপির  প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের বক্তব্যের সমালোচনা করে বলেন, তিনি হাইমচরে বাঁধের ওপর দাঁড়িয়ে বলেন, হাইমচরে নাকি কোনো বাঁধ হয় নাই! তিনি নির্বাচিত হলে নাকি স্থায়ী বাঁধ নির্মাণ করবেন। মিথ্যাচারেরও একটা সীমা থাকা উচিত। এদের মিথ্যা কথায় মানুষ আর বিভ্রান্ত হবে না। দীপু মনি চাঁদপুরে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মতো কাজগুলো করে দিতে আবারো নৌকা মার্কায় ভোট চান।
    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সর্দার, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, সাংগঠনিক সম্পাদক সাহির হোসেন পাটোয়ারী, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, রেলওয়ে শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সদস্য ও আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি শওকত আলী, সাবেক কাউন্সিলর রেবেকা সুলতানা বকুল, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার।
    চাঁদপুর হরিজন ঐক্য পরিষদের সভাপতি গোবিন্দ চন্দ্র হরিজনের সভাপতিত্বে এবং হরিজন সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি আকাশ দাসের পরিচালনায় আরো বক্তব্য রাখেন হেলা সমাজ পঞ্চায়েত কমিটির সভাপতি শ্যামল হরিজন, কোষাধ্যক্ষ বিধান চন্দ্র দাস জনি, হরিজন ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক খোকন হরিজন, হরিজন উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক হিরা সরকার মুন্না প্রমুখ। এ উঠোন বৈঠকে চাঁদপুর রেলওয়ে, পুরাণবাজার ও স্বর্ণখোলা হরিজন কলোনীর ৫ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক পঠিত