ডাঃ দীপু মনিকে নৌকায় ভোট দিতে ব্যবসায়ীদের প্রতি চাঁদপুর চেম্বারের আহ্বান
চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোটের প্রার্থী, প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ডাঃ দীপু মনিকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো নির্বাচিত করার জন্যে সকল শ্রেণির ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন জেলা পর্যায়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। চাঁদপুর-হাইমচরের ব্যবসায়ীদের প্রতি এই উদাত্ত আহ্বান জানানো হয়েছে। ২২ ডিসেম্বর শনিবার চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে লিখিত পত্রে এই আহ্বান জানানো হয়।
চেম্বার সভাপতি আলহাজ্ব মোঃ মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম, সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ লিখিত বিবৃতিতে বলেন, ব্যবসা বান্ধব শেখ হাসিনার সরকার বিগত ১০ বছরে বিদ্যুৎসহ বিভিন্নভাবে ব্যবসায়ীদের নির্বিঘেœ ব্যবসা করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। দেশের অর্থনীতির চাকা ব্যবসায়ীরাই গতিশীল রাখে। অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমেই দেশ সার্বিক প্রবৃদ্ধিসহ উন্নয়ন লাভ করে। বিগত ১০ বছরে আমাদের দেশ উন্নয়নের মহাসড়কে উন্নীত হয়েছে। নিজেদের অর্থায়নে পদ্মাসেতুর মতো বৃহৎ প্রকল্প, কর্ণফুলী টানেল, মেট্রোরেল প্রকল্পসহ প্রভূত উন্নয়ন হয়েছে। মহাশূন্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ হয়েছে।
বিদ্যুৎ উৎপাদন বর্তমানে ২০ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত ইশতেহারে এই উৎপাদন ২৮ হাজার মেগাওয়াটে উন্নীত করার মহাপরিকল্পনা রয়েছে। দেশ বর্তমানে উন্নয়নের যে মহাসড়কে অবস্থান করছে তা চলমান রাখতে বর্তমান সরকারের ধারাবাহিকতা একান্তই প্রয়োজন।
চাঁদপুর-৩ আসনে জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে ডাঃ দীপু মনিকে মনোনয়ন প্রদান করেছেন। বিগত ১০ বছরে ডাঃ দীপু মনি চাঁদপুরে ৩৫০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছেন। তার মধ্যে অন্যতম চাঁদপুর-হাইমচর ১৯ কিলোমিটার নদী ভাঙ্গন রোধে চাঁদপুর রক্ষাবাঁধ প্রকল্প।
মাননীয় প্রধানমন্ত্রী চাঁদপুর এসে ডাঃ দীপু মনিকে উদ্দেশ্য করে বলেন, তোমাকে মেডিকেল কলেজ দিয়ে গেলাম। সেমতে যার বাস্তবায়ন শুরু হয়ে গেছে।
চাঁদপুর চেম্বার অব কমার্স উন্নয়নের ধারাবাহিকতা চলমান রাখতে ডাঃ দীপু মনিকে নৌকা মার্কায় পূর্ণ সমর্থন জানাচ্ছে। চাঁদপুরের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন ডাঃ দীপু মনি কে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো নির্বাচিত করার জন্য চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে চাঁদপুর-হাইমচরের ব্যবসায়ীদের উদাত্ত আহ্বান জানানো হয়েছে।