প্রবীণ হিতৈষী সংঘের বার্ষিক সভা
২২ ডিসেম্বর শনিবার সকালে বিপণীবাগ পার্টি হাউজ মিলনায়তনে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের চাঁদপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ হোসেন খান। বার্ষিক প্রতিবেদন পেশ করেন অধ্যাপক আহছানুজ্জামান মন্টু। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ মোঃ শফিউল্লাহ, মনির আহমেদ সিদ্দিকী, আবুল কাশেম, অধ্যক্ষ দেলোয়ার আহমেদ, প্রকৌশলী দেলোয়ার হোসেন।
প্রবীণ হিতৈষী সদস্য মরহুম আবুল কালাম পাটওয়ারীর মৃত্যুতে সভায় দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মোজাম্মেল হক। সভায় আগামী তিন বছরের জন্যে অধ্যাপক মোহাম্মদ হোসেন খান সভাপতি, অধ্যাপক আহ্ছানুজ্জামান সম্পাদক ও মিজানুর রহমান খানকে কোষাধ্যক্ষ করে ১৫ (পনের) সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।