ফরাক্কাবাদে পুকুরে পড়ে যমজ দুই বোনের করুন মৃত্যু
চাঁদপুর সদর উপজেলার ফারাক্কাবাদে পুকুরের পানিতে ডুবে আদিফা আক্তার ও সাদিয়া আক্তার নামে দেড় বছর বছরের জমজ দুই বোনের করুণ মৃত্যু হয়েছে। ২২ ডিসেম্বর শনিবার বেলা সাড়ে বারোটার দিকে ৯নং বালিয়া ইউনিয়নের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই বাড়ির মানিক মিজির মেয়ে ।
নিহত শিশুর চাচা মোঃ সোহাগ মিজি জানান, তারা দুজন জমজ বোন। শনিবার দুপুরে তারা সকলের অজান্তে বাড়িতে খেলাধুলা করতে গিয়ে বাড়িতে থাকা একটি পুকুরের পানিতে পড়ে যায়। এদিকে পরিবারের লোকজন তাদেরকে অনেকক্ষণ ধরে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর তাদেরকে ওই পুকুরের পানিতে ভেসে উঠে দেখে। সাথে সাথে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার মোঃ নূরে আলম দুই শিশুকে মৃত ঘোষণা করেন।