ডাঃ দীপু মনিকে সমর্থন জানিয়ে নাগরিক কমিটির আহ্বান
নাগরিক কমিটি, চাঁদপুর-এর আহ্বায়ক জাহাঙ্গীর আখন্দ সেলিম ও সদস্য সচিব রতন কুমার মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বিবৃতিতে বলেছেন, আসাম বেঙ্গলের গেটওয়ে খ্যাত চাঁদপুর দেশের এক ঐতিহাসিক ব্যবসাকেন্দ্র। অমিত সম্ভাবনার এ জনপদ বারবার অবহেলিত থেকেছে যোগ্য নেতৃত্বের অভাবে। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর জনগণ সাধারণ নির্বাচনে এ জনপদের কৃতী সন্তান ভাষাবীর এমএ ওয়াদুদের কন্যা ডাঃ দীপু মনিকে সমর্থন দিয়েছে নিরঙ্কুশভাবে। আশায় বুক বেধেছে এলাকার উন্নয়নের অগ্রগতিতে। জনগণ তাদের অভিভাবককে বেছে নিতে ভুল করেনি। এ জনপদের মানুষের সমর্থনকে সম্মান জানিয়ে ডাঃ দীপু মনি এমপি বিগত ১০ বছর এ জনপদের যে পরিমাণ উন্নয়ন করেছেন তা এক ঐতিহাসিক সাফল্য হয়ে থাকবে। ডাঃ দীপু মনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ার পরই তিনি চাঁদপুর হাইমচরের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেন । মেঘনার করালগ্রাস থেকে এ জনপদের মানুষকে রক্ষা করে ভিটে মাটির ঠিকানা দিয়েছেন ১৯ কিলোমিটার বাঁধ নির্মাণ করে। চাঁদপুরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি মেডিকেল কলেজের। মানুষের সে আশাও তিনি অপূর্ণ রাখেননি। স্থাপন করেছেন মেডিকেল কলেজ। এছাড়া ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, চাঁদপুর-লাকসাম রেললাইন সংস্কার, ৩২৪টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন, ৫৩টি কলেজ মাদ্রাসার ভবন নির্মাণ, ২৩৭ কিলোমিটার রাস্তা পাকাকরণ, ৩৮টি কমিউনিটি ক্লিনিক, ১৫৯টি সেতু-কালভার্ট, মেরিন একাডেমি, কোস্টগার্ড স্টেশন, নার্সিং ইনস্টিটিউট, ১১টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, আধুনিক নৌবন্দর, ২টি পানি শোধনাগার নির্মাণ করে চাঁদপুরের জন্যে এক ইতিহাস তৈরি করেছেন।
চাঁদপুরের নাগরিক হিসেবে আগামী দিনগুলোতেও চাঁদপুরের উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে চাঁদপুর নাগরিক কমিটি ডাঃ দীপু মনিকে পূর্ণ সমর্থন জানাচ্ছে। তাই আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ডাঃ দীপু মনিকে নৌকা মার্কায় ভোট দিয়ে চাঁদপুরকে বাংলাদেশের একটি সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে চাঁদপুর-হাইমচরের মানুষের প্রতি আহ¦ান জানাচ্ছি। আধুনিক চাঁদপুরের রূপকার হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ডাঃ দীপু মনিকে চাঁদপুর-৩ সংসদীয় আসনের এমপি হিসেবে সর্বস্তরের মানুষ সমর্থন জানাবে বলে আমাদের দৃঢ় বিশ^াস। ডাঃ দীপু মনিকে সমর্থন দিন, উন্নয়নের ধারা অব্যাহত রাখুন।