• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাইমচরে দিনভর মহিলা সমাবেশ, পথসভা ও গণসংযোগ

গত নির্বাচনের পূর্বে আমি যেসব প্রতিশ্রুতি দিয়েছি তার সবগুলো বাস্তবায়ন করেছি : ডাঃ দীপু মনি

প্রকাশ:  ২২ ডিসেম্বর ২০১৮, ১০:২১ | আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১০:২৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডাঃ দীপু মনি এমপি গতকাল শুক্রবার দিনভর হাইমচর উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়নের বিভিন্নস্থানে মহিলা সমাবেশ, পথসভা ও গণসংযোগ করেছেন। সকাল ৯টায় নয়ানী লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ নেতা মানিক পাটওয়ারীর আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে গাজীর বাজার, আনন্দ বাজার, মল্লিক বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণ ও কেভিএন উচ্চ বিদ্যালয়ে পথসভা অনুষ্ঠিত হয়। বেলা ১২টায় কমলাপুর খান বাড়িতে যুবলীগ নেতা মজিবুল্লাহ মানিকের নেতৃত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দীপু মনি। এছাড়া দুপুর ২টায় দুর্গাপুর উচ্চ বিদ্যালয় হল রুমে ‘মৌলিক সাক্ষরতা ৬৪ জেলা’-এর হাইমচর উপজেলার শিক্ষক ও সুপারভাইজারদের সাথে ডাঃ দীপু মনি মতবিনিময় করেন। বিকেল ৪টায় লামচরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুবলীগ সদস্য ইসমাইল হোসেনের আয়োজনে মহিলা সমাবেশে তিনি বক্তব্য রাখেন। বিকেল ৫টায় উত্তর আলগী ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসব সভায় ডাঃ দীপু মনি বলেন, আমি আপনাদের ভোটের আমানত রক্ষা করতে পেরেছি। ভবিষ্যতেও রক্ষা করবো ইনশাআল্লাহ। গত নির্বাচনের পূর্বে আমি যেসব প্রতিশ্রুতি দিয়েছি তা অক্ষরে অক্ষরে পালন করেছি, সবগুলো প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি। বরং প্রতিশ্রুতির চেয়েও বেশি উন্নয়ন করেছি। আপনাদের সেই দীপু মনি এখনো আপনাদের দীপু মনিই আছে। যার দ্বারা চাঁদপুরের কোনো বদনাম হয়নি। বরং দেশ-বিদেশে চাঁদপুরের সুনাম বৃদ্ধি হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই দেশের সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। হাইমচরের দীর্ঘদিনের সমস্যা মেঘনার ভয়াবহ ভাঙ্গন প্রতিরোধ ব্যবস্থা বাস্তবায়ন করাসহ রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও ঘরে ঘরে  বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে। এ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে আপনাদের দীপু মনিকে নৌকা মার্কায় একটি ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ্। অনুষ্ঠানগুলোতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতালেব জমাদার, জেলা আওয়ামী লীগ নেতা মোঃ সালাউদ্দিন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলি মাঝি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সচিব মোঃ ফজলুর রহমান পাটওয়ারী।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন পাটওয়ারী, এমএ বাশার, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, দপ্তর সম্পাদক মাকছুদ আলম খান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান পাটওয়ারী, সাবেক সহ-সভাপতি আঃ লতিফ কবিরাজ, উপজেলা যুবলীগের বর্তমান আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি, যুবলীগ নেতা মজিবুল্লা মানিকসহ জেলা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

সর্বাধিক পঠিত