• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নৌকার মিছিলের পেছনে এরা কারা?

প্রকাশ:  ২২ ডিসেম্বর ২০১৮, ১০:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 নৌকার মিছিলের পেছনে কিছু যুবককে ধানের শীষ শ্লোগান দিতে দেখা গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর শহরের স্ট্র্যান্ড রোডে নৌকা মার্কার সমর্থনে বের হওয়া একটি মিছিলে এ দৃশ্য দেখা যায়। প্রত্যক্ষদর্শী অনেকেই এটি দেখে অবাক হন এবং এর পেছনে নানা প্রশ্ন খোঁজেন।
প্রত্যক্ষদর্শী ক’জন জানান, গতকাল সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে চাঁদপুর শহরের মুখার্জী ঘাট এলাকা হয়ে পশ্চিমে স্ট্র্যান্ড রোডের দিকে নৌকা মার্কার সমর্থনে একটি মিছিল যাচ্ছিল। মিছিলটিতে লোক সংখ্যা হবে প্রায় অর্ধশত। সবাই যুবক ও কিশোর বয়সের। মিছিলের সামনে এবং মাঝখানে সবাই নৌকার শ্লোগান দিচ্ছিল। কিন্তু মিছিলটির একেবারে পেছনে মূল মিছিল থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে ১০/১২ জন যুবক ও কিশোরকে ধানের শীষ শ্লোগান দিতে দেখা গেছে। তবে এদের শ্লোগানের আওয়াজে খুব বেশি উচ্চস্বর ছিল না। এ দৃশ্য রাস্তার পাশে অনেকেই দেখেছেন। সবারই প্রশ্ন হলো-নৌকার মিছিলের পেছনে এরা কারা? যাদের নেতৃত্বে মিছিলটি বের হয়েছে তাদের কি দৃষ্টি রাখা দরকার ছিলো না যে, মিছিলের একেবারে  পেছন পর্যন্ত কারা থাকে

সর্বাধিক পঠিত