• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কেতুয়ায় নৌকার মিছিলে ও হিন্দু বাড়িতে হামলার অভিযোগ

প্রকাশ:  ২২ ডিসেম্বর ২০১৮, ১০:১৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নস্থ কেতুয়া গ্রামে নৌকার মিছিলে এবং একটি হিন্দু বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে কমপক্ষে ২০জন আহত হয়েছে বলে নেতৃবৃন্দ জানান। গতকাল শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপুসহ নেতৃবৃন্দ ঘটনাস্থলে যান। পরে আইনশৃঙ্খলা বাহিনীও ঘটনাস্থলে যায়।
স্থানীয় ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানান, গতকাল সন্ধ্যায় নৌকা মার্কার সমর্থনে একটি মিছিল কেতুয়া গ্রামের ভেতরে রাস্তা দিয়ে যাচ্ছিলো। এমন সময় কেতুয়ার পাশের গ্রাম আলুমুড়া গ্রামে অবস্থিত বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়ির পাশ থেকে নৌকার মিছিলে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। সাথে সাথে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরক্ষণেই আওয়ামী লীগের স্থানীয় নেতা-কমী ও সমর্থকরা একত্রিত হয়ে বড় মিছিল নিয়ে ঘটনাস্থলের দিকে অগ্রসর হলে হামলাকারীরা পালিয়ে যায়। এদিকে ধাওয়া খেয়ে পালানোর সময় ধানের শীষের কর্মী-সমর্থকরা কেতুয়া মাদ্রাসার পাশে বাসুদেব বর্ধন বাড়িতে কয়েকটি ঘরে হামলা করে ঘরের বেড়া ভাংচুর করে বলে অভিযোগ করেন ওই বাড়ির হিন্দু পরিবারের কয়েকজন সদস্য।
ঘটনার খবর পেয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, সদস্য আইয়ুব আলী বেপারী ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানসহ নেতৃবৃন্দ ঘটনাস্থলে যান। পরে পুলিশ, বিজিবিসহ প্রশাসনিক কর্মকর্তাগণও ঘটনাস্থলে যান। কেতুয়ার স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, স্থানীয় বিএনপি নেতা এবং ধানের শীষের কেতুয়া কেন্দ্র কমিটির আহ্বায়ক আবুল কালাম পাটওয়ারীর নেতৃত্বে নৌকার মিছিলে হামলা করা  হয়।

 

সর্বাধিক পঠিত