১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নে নৌকার কর্মীসভা
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নৌকা প্রতীকের জয় নিশ্চিত করতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদগঞ্জের এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার নিজ ইউনিয়নে সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মীসভায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জে নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হারুন অর রশিদ সাগর।
ডাঃ হারুনুর রশিদ সাগর তাঁর বক্তব্যে বলেন, ফরিদগঞ্জের এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া বলেছিলেন, গোপালগঞ্জে নৌকা জিতলে ফরিদগঞ্জেও এবার নৌকা জিতবে। তাই আসুন, সব বিভেদ ভুলে গিয়ে আমরা সবাই মিলেমিশে আমাদের এমপি মহোদয় ড. শামছুল হক ভূঁইয়ার নিজ ইউনিয়নের প্রতিটি ভোট কেন্দ্রসহ গোটা উপজেলার সকল ভোট কেন্দ্রে নৌকা প্রতীকের জয় নিশ্চিত করে প্রমাণ করে দেই গোপালগঞ্জে নৌকা জিতলে এই ফরিদগঞ্জেও নৌকা জিতবে। ফরিদগঞ্জ যে নৌকার ঘাঁটি সেটি এবার সবাই প্রমাণ করতে চাই। তিনি আরো বলেন, ভূঁইয়া-শফিক ভাই ভাই, নৌকা মার্কায় ভোট চাইÑএ স্লোগানে আসুন সবাই মিলেমিশে নৌকার জয় নিশ্চিত করি। জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে এ আসনটি এবার নেত্রীকে উপহার দিতে চাই।
কর্মীসভায় ১৬নং দক্ষিণ রূপসা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য মিসেস রোজী বেগম, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান অহিদুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুছ ছাত্তার পাটওয়ারী, যুবলীগ নেতা মহিউদ্দীন ভূঁইয়া ইরান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালু মাস্টার, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাছান সাউদ প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিএস মোঃ তছলিম।