• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর জেলা পূজা উদযান পরিষদের উঠোন বৈঠক

ডাঃ দীপু মনিকে নৌকায় ভোট দেয়ার আহ্বান

প্রকাশ:  ২২ ডিসেম্বর ২০১৮, ১০:০৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ দীপু মনিকে আবারো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছে চাঁদপুর জেলা পূজা উদ্যাপন পরিষদ। গতকাল শুক্রবার সন্ধ্যায় পুরাণবাজার ঘোষপাড়া মন্দির প্রাঙ্গণে নৌকার সমর্থনে পরিষদ নেতৃবৃন্দ উঠোন বৈঠক করেন। হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক নারী-পুরুষ ও নৌকার সমর্থকবৃন্দ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও চাঁদপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপ্রধানে উঠোন বৈঠকে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সাহা, সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুশীল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর ও আওয়ামী লীগ নেতা মমিন বেপারী।
জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিঠুন ঘোষের পরিচালনায় আরো বক্তব্য রাখেন যুবলীগ নেতা উজ্জ্বল তালুকদার, জেলা পূজা উদ্যাপন পরিষদের দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক কার্তিক সরকার, সদস্য জুয়েল কান্তি নন্দু, বিপ্লব ঘোষ কুট্টি, লিটন সাহা, প্রবীর সাহা, বিপ্লব গোপ, অঞ্জন দাস, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক ভাসান ঘোষ প্রমুখ।
পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ বলেন, দুই বারের এমপি ডাঃ দীপু মনি নদী ভাঙ্গনরোধ করে চাঁদপুরের অস্তিত্ব রক্ষা করেছেন। আমাদের মন্দিরের উন্নয়ন করেছেন। তিনি আমাদের নির্ভরতার প্রতীক। দলমত, ধর্ম নির্বিশেষে নৌকায় ভোট দিয়ে তাঁকে আমরা আবারো জয়যুক্ত করবো।

সর্বাধিক পঠিত