সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ চাইলে নৌকায় ভোট দিন : ড. মহীউদ্দীন খান আলমগীর
চাঁদপুর-১ (কচুয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ চাইলে নৌকা মার্কায় ভোট দিতে আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল বুধবার উপজেলার গোহট উত্তর ইউনিয়নের নূরপুর গ্রামের মুক্তা মার্কেটে স্থানীয় বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিএনপি সংবিধানকে ভূলুণ্ঠিত করেছে। স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। মদদ দিয়েছে সাম্প্রদায়িকতার। তাদের শাসনামলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারেনি। জ্বালাও-পোড়াওসহ ধ্বংসাত্মক কর্মকা-ই হচ্ছে বিএনপির রাজনীতির বৈশিষ্ট্য। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। তাই উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে দেশের মানুষ নৌকা প্রতীকে ভোট দিবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় তাঁর সাথে ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন, সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম খলিল বাদল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাই মুন্সীসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
ড. মহীউদ্দীন খান আলমগীর একই দিন গোহট উত্তর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন এবং কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন।