• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই : মুহম্মদ শফিকুর রহমান

প্রকাশ:  ২০ ডিসেম্বর ২০১৮, ১২:৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, আন্তর্জাতিক গণমাধ্যম ও জরিপ সংস্থাগুলো বলছে, চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তারমানে আবারো ক্ষমতায় আসছে আওয়ামী লীগ। এদেশের মানুষ আগামী ৩০ ডিসেম্বর জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিয়ে উন্নয়নের পক্ষে ভোট প্রদান করবে। আমরা ফরিদগঞ্জবাসীও উন্নয়নে বিশ্বাসী হয়ে ফরিদগঞ্জ উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। তাই আসুন আমরা সকলে এক ও ঐক্যবদ্ধ হয়ে ফরিদগঞ্জের ১শ’ ১৮টি কেন্দ্রে নৌকার বিজয় নিশ্চিত করি।
বুধবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ডাকবাংলো এলাকায় উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার নির্বাচিত ইউপি সদস্য ও কাউন্সিলরদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, গত দশ বছরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়েছে তা কেউ করতে পারেনি। এর একমাত্র কারণ মহান আল্লাহ্র কৃপা, জনগণের সহযোগিতা এবং দেশকে যিনি নেতৃত্ব দিবেন তাঁর ভাগ্যের বিষয়। এ সবকিছুই শেখ হাসিনা পেয়েছেন বলেই আমরা এগিয়ে যাচ্ছি। যেই পাকিস্তানিরা আমাদেরকে তাদের বোঝা মনে করতো, আমাদেরকে নিঃশেষ করতে চেয়েছিল-তারাই এখন আমাদেরকে উন্নয়নের রোল মডেল মানছে। তাই আজ সকলে নৌকার বিজয় নিশ্চিতে মাঠে কাজ করুন।
চাঁদপুর জেলা পরিষদের সদস্য রফিক আহমেদ তালুকদারের সভাপ্রধানে এবং সদস্য মশিউর রহমান মিঠু ও সাইফুল ইসলাম রিপনের যৌথ পরিচালনায় প্রধান বক্তা হিসেবে চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গণি পাটওয়ারী, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, জেলা পরিষদ সংরক্ষিত আসনের সদস্য জোবেদা মজুমদার খুশি, আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা, খাজে আহাম্মদ, পৌর কাউন্সিলর খলিলুর রহমান ও মজিবুর রহমান পাটওয়ারী বক্তব্য রাখেন। এ সময় প্রতিটি ইউনিয়নের নির্বাচিত ইউপি সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।

 

 

সর্বাধিক পঠিত