• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শীতের তীব্রতা কাঁপছে মানুষ

প্রকাশ:  ২০ ডিসেম্বর ২০১৮, ১১:৩৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফেথাইয়ের প্রভাবে চাঁদপুরেও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। মঙ্গলবার ও বুধবার এই দুদিন চাঁদপুরের আকাশে সূর্যের দেখা মিলেনি। বৃষ্টির কারণে ঠা-াভাব এতটাই প্রকট ছিলো যে, সববয়সী মানুষকে গায়ে মোটা কাপড় জড়াতে হয়েছে। শীতের তীব্রতায় মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আগামীকাল বৃহস্পতিবার আকাশ মেঘমুক্ত হবে। এরপর থেকে শীতের তীব্রতা কিছুটা কমবে। ভারতের অন্ধ্র প্রদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢাকাসহ সারা দেশে সোমবার থেকেই থেমে থেমে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এতে অধিকাংশ এলাকার রাস্তা কর্দমাক্ত হয়ে উঠেছে।

সর্বাধিক পঠিত