হাজীগঞ্জে মোমবাতি প্রতীকে আবু সুফিয়ানের দিনভর গণসংযোগ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে মোমবাতি প্রতীকের প্রার্থী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য ও হাজীগঞ্জের বদরপুর দরবার শরীফের পীর আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরী হাজীগঞ্জে ব্যাপক গণসংযোগ করেছেন। গতকাল বুধবার তিনি হাজীগঞ্জের বিভিন্ন স্থানে দিনভার গণসংযোগ করেছেন।
আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরী দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে এদিন সকালে হাজীগঞ্জ পৌর এলাকার এনায়েতপুর. আলীগঞ্জ অফিসপাড়া, আলীগঞ্জ বাজার, টোরাগড়, হাজীগঞ্জ বাজার, ধেররা ও বলাখাল বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগকালে মোমবাতি প্রতীকে ভোট কামনা করে তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন। এ সময় তিনি বলেন, কোরআন-সুন্নাহর আলোকে সুন্নী মতাদর্শভিত্তিক সমাজ ব্যবস্থা গড়াই হচ্ছে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের লক্ষ্য ও উদ্দেশ্যে। আমরা স্বাধীনতার চেতনায় বিশ^াসী। আমাদের স্বপ্ন হচ্ছে, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ, নারী নির্যাতন এবং দুর্নীতিমুক্ত উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ।
গণসংযোগকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উপজেলা সাধারণ সম্পাদক গাজী মোঃ আব্দুর রাহিম, সাংগঠনিক সম্পাদক ক্বারী মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, সদস্য হাফেজ জাকির হোসেন, জেলা যুবসেনার যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তালুকদার, উপজেলা ছাত্রসেনার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনসহ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনার উপজেলা ও পৌর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।