ডাঃ দীপু মনির জন্যে গানে গানে ভোট চাইলেন শিল্পীরা
চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাঃ দীপু মনির জন্যে গানে গানে ভোট চাইলেন চাঁদপুরের শিল্পীরা। সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার শিল্পীরা ডাঃ দীপু মনির পক্ষে আনুষ্ঠানিকভাবে ভোট চেয়ে এ প্রচারণা শুরু করেছেন। গতকাল বুধবার বিকেল ৩টা থেকে প্রচারণার সূচনা করা হয়। প্রচারণার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু। এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের গঠিত আওয়ামী লীগের বিকল্প নেই। জাতির পিতার স্বপ্নপূরণে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশে যে উন্নয়ন করেছে তা অন্য কোনো সরকার করেনি। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করলে দেশের আরও উন্নয়ন করা হবে। ডাঃ দীপু মনিকে নির্বাচনে যার যার অবস্থানে থেকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করবেন। তাহলে চাঁদপুর ও হাইমচরের আবারো ব্যাপক উন্নয়ন করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান জুয়েল, সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার, সাধারণ সম্পাদক অ্যাডঃ বদিউজ্জামান কিরণ, সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সদস্য সচিব ইয়াহিয়া কিরণ, চতুরঙ্গের মহাসচিব হারুন আল রশীদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তমাল কুমার ভৌমিক প্রমুখ।
উদ্বোধন শেষে চাঁদপুরের সংগীত শিল্পী রূপালি চম্পক, কৃষ্ণা সাহা, পীযূষ কান্তি রায় চৌধুরী, তাহমিনা হারুন, রুমা সরকার, ইতু চক্রবর্তী, অনিতা নন্দী, বীরেন সাহা, রঞ্জন সূত্রধর, বিশ^জিৎ কর রানা, আফসার বাবু, আবৃত্তি, তৃষা, শুভসহ আরও অনেকে দীপু মনির নৌকা মার্কার সমর্থনে শহরে ট্রাক বহরযোগে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে প্রচারণা চালান। চাঁদপুর সম্মিলিত সাংস্কৃৃতিক জোটের সিনিয়র শিল্পীরা জানান, এ প্রচারণা নির্বাচনের পূর্ব পর্যন্ত চলবে।