• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মহান বিজয় দিবসের আলোচনা সভায় মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম

মাতৃভূমিকে শত্রুমুক্ত করতে যুদ্ধ করেছি কোনো কিছু পাওয়ার জন্যে নয়

প্রকাশ:  ১৯ ডিসেম্বর ২০১৮, ১৫:০৫ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৫:০৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মহান বিজয় দিবস উপলক্ষে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মেহের কালী বাড়ি মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফরিদ উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান মুক্তিযোদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিঃ সফিকুর রহমান।

বিজয় দিবসের আলোচনা সভা হলেও এটি জনসভায় রূপ নেয়। সন্ধ্যার সাথে সাথে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে সভায় যোগদান করেন। নির্বাচন সামনে রেখে নেতা-কর্মীদের মুখে মুখে নৌকার শ্লোগান শোভা পায়। প্রধান অতিথির বক্তব্যে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম বলেন, আমি মন্ত্রীত্ব চাই না, আমি আপনাদের ভালোবাসা চাই। ৪৭ বছর আগে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, সেই ইতিহাস এই শান্ত পরিবেশে অনুধাবন করা অসম্ভব। আমরা যে স্বাধীনতা এনে দিয়েছি তা রক্ষা করার দায়িত্ব আপনাদের। আমাদের মা, বোন ও যুবকরাই সেদিন আমাদের অনুপ্রেরণা যুগিয়েছিল। এখন আমার মায়েরা আমার কাছে আসে, আমার প্রতি তাদের আস্থা রয়েছে, আমার সাধ্যমত তাদের জন্যে কাজ করে যাচ্ছি। তিনি নতুন প্রজন্মের উদ্দেশ্যে স্বাধীনতার ইতিহাসে তুলে ধরেন। তিনি বলেন, আমরা যুদ্ধ করেছি যে পতাকার জন্যে তরুণরাই সেই পতাকার মর্যাদা রাখবে। জামায়াত-শিবির যাতে এই পতাকাকে কলঙ্কিত করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ সময় তিনি বিগত সময়ের বিভিন্ন উন্নয়ন কর্মকা- জনগণের কাছে তুলে ধরে বলেন, আমার বিশ্বাস, আপনারা ৭০ সালের চেয়েও বেশি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।

সভায় বক্তব্য রাখেন মহাজোটের পক্ষে উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মান্নান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন পাটওয়ারী, কেন্দ্রীয় তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন মোল্লা, পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক রেজাউল করিম মিন্টু, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক, কাউন্সিলর তুষার চৌধুরী রাসেল ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমদাদুল হক মিলন।

সভায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, অঙ্গ ও সহ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত