মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা
মহান বিজয় দিবসে জাতির গর্বিত সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ১১টায় চাঁদপুর সার্কিট হাউজে এ সংবর্ধনা প্রদান করেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। সংবর্ধনা প্রদান পর্বে জেলা প্রশাসকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটওয়ারী।
সহকারী কমিশনার আবিদা সুলতানার পরিচালনায় অতিথিদের মাঝে আরো বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন, সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা মহসীন পাঠান, সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী ও সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ। অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধা সদস্যদের বিজয় দিবস উপলক্ষে এক হাজার টাকা এবং সম্মানী ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ৫ হাজার টাকা করে উৎসব ভাতা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মুক্তিযোদ্ধাদের যে কোনো প্রয়োজনে তাদের পরিবারের প্রতি প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।