বাঙালি সংস্কৃতি মঞ্চ চাঁদপুর জেলা শাখার ব্যতিক্রমী প্রচারণা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে বাঙালি সংস্কৃতি মঞ্চ চাঁদপুর জেলা শাখা ব্যতিক্রমী প্রচারণায় নেমেছে। তারা কোনো দল বা প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা করছেন না। ডিজিটালাইজেশনের যুগে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি সম্পর্কে মানুষকে তথ্য ও জানান দিচ্ছে এই সংগঠনটি। একটি অস্থায়ী মঞ্চে চাঁদপুরের কিছু শিল্পীদের সমন্বয়ে গানের তালে তালে সরকারের সাফল্য গাঁথা তুলে ধরা হচ্ছে। এছাড়াও সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা- মাল্টিমিডিয়ার মাধ্যমে জনগণের নিকট তুলে ধরছেন।
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে যোগ্য প্রার্থী নির্বাচনের লক্ষ্যে জনগণকে সচেতন করাই এ কার্যক্রমের উদ্দেশ্য। তাই অস্থায়ী এই বিজয় মঞ্চটি চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলে যাবে। সেখানে মানুষকে সচেতন ও উদ্বুদ্ধ করে তুলবে। আর তারই অংশ হিসেবে গতকাল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের দাসাদী, সফরমালী, বাংলাবাজার ও কাজীরবাজারে এ প্রচারণা চালানো হয়। সেখানে স্বস্ফুর্তভাবে মানুষ এ প্রচারণাকে সমর্থন করেন এবং তাদেরকে উৎসাহিত করেন। গতকালকের উল্লেখিত স্থানগুলোতে এ কার্যক্রমে ছিলো উপচেপড়া মানুষের ভীড়।
এসব কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক দৌলত হোসেন শান্ত, যুগ্ম সম্পাদক বৈশাখী ঘোষাল তুলি, আলাউদ্দিন শান্ত, মোঃ হানিফ, মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসাইন। বাদ্যযন্ত্রে ছিলেন সাদ্দাম হোসেন, প্লাবন, শিবা প্রমুখ।