পুরাণবাজারে ১নং থেকে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের উঠোন বৈঠক
যারা ওয়াদা দিয়ে ভোট নিয়ে কথা রাখেনি তাদের ব্যাপারে চিন্তা করে রায় দিবেন : ডাঃ দীপু মনি এমপি
পুরাণবাজারে ১নং থেকে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক পররাষ্ট্র্র মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, আপনারা আমাকে ১০ বছর সুযোগ দিয়েছেন বলে আমি জাতীয় সংসদে গিয়ে আপনাদের জন্যে চাঁদপুরের উন্নয়নে কাজ করার সুযোগ পেয়েছি। তিনি বলেন, আপনাদের কাছ থেকে দায়িত্ব পাওয়ার পর আপনাদের কাছে দেয়া ওয়াদা অনুযায়ী আমি কাজ করেছি কিনা? যদি করে থাকি তাহলে নিশ্চয়ই আপনাদের কাছে ভোট চাওয়ার অধিকার রয়েছে আমার। আমি সেই দাবি নিয়ে আপনাদের সন্তান হিসেবে আবারও আপনাদের কাছে ভোট চাইছি। আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে পুনরায় আপনাদের সেবা করার সুযোগ দিবেন। তিনি আরো বলেন, আমি কোনো প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করবো না। শুধু এ কথা বলব, বিগত ১০ বছরে যদি সাড়ে ৩ হাজার কেটি টাকার কাজ করতে পারি, তাহলে নির্বাচিত হলে আগামীতে আরো বেশি উন্নয়ন হবে এ বিশ্বাসটুকু আপনারা আমার উপর রাখবেন। তিনি আরো বলেন, যারা ওয়াদা দিয়ে আপনাদের কাছ থেকে ভোট নিয়ে কথা রাখেনি তাদেরকে রায় দেয়ার পূর্বে একবার হলেও একটু ভেবে দেখবেন। তিনি তাঁর দায়িত্বকালীন সময় চাঁদপুরের উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা তুলে ধরেন এবং চাঁদপুরের উন্নয়নে পুনরায় তাকে সুযোগ দেয়ার জন্যে এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার জন্যে আবারো নৌকা প্রতীকের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। উঠোন বৈঠকে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সুজিত রায় নন্দী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, বিজয়ের মাসে আওয়ামী লীগ হারবে না, হারতে পারে না। কারণ আওয়ামী লীগ সরকারের আমলে দেশের উন্নয়ন হয়। আওয়ামী লীগের নেতৃত্বেই দেশ স্বাধীন হয়েছে। তা দেশের মানুষ ভুলে যায়নি, ভুলে যেতে পারে না। তিনি আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে আরো বলেন, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। তাই আপনারা স্বতঃর্স্ফূতভাবে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ের মাসে আরো একটি বিজয় অর্জন করবেন। তিনি ডাঃ দীপু মনিসহ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নির্বাচিত করার জন্যে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
গতকাল ১৫ ডিসেম্বর বিকেলে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে চাঁদপুর পৌর আওয়ামী লীগের ১নং থেকে ৫নং ওয়ার্ড কমিটির উদ্যোগে পূর্ব শ্রীরামদী ৩নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে (পৌর মেয়রের বাড়ি সংলগ্ন) অনুষ্ঠিত উঠোন বৈঠককে কেন্দ্র করে দুপুরের পর থেকে নেতা-কর্মীসহ সাধারণ মানুষ দল বেঁধে আসতে শুরু করে। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলসহ আশেপাশের স্থান পরিপূর্ণ হয়ে যায়। বিকেলে অনুষ্ঠান শুরু হলেও শেষ হতে হতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়। রাতের কুয়াশার মধ্যেই সাধারণ জনগণসহ নেতা-কর্মীরা অপেক্ষা করতে থাকে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ডাঃ দীপু মনির বক্তব্য শোনবার জন্য। বক্তব্য শেষে তারা দীপু মনিকে ভোট দেয়ার অঙ্গীকার করে উঠোন বৈঠক শেষ করে বাড়ি ফিরে।
পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম নুরুর সভাপ্রধানে ও পৌর আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা বাবু, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বিপ্লব ও সদর থানা যুবলীগের সদস্য আবুল হাসানাত নয়নের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব বিল্লাল আখন্দ, ইঞ্জিঃ আব্দুর রব ভূঁইয়া, আব্দুর রশিদ সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সাহির হোসেন পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, জেলা মহিলা আওয়ামী লীগের সভনেত্রী অধ্যাপিকা মাসুদা নূর খান, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক সালাউদ্দিন মোঃ বাবর, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, যুগ্ম আহ্বায়ক পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, পৌর আওয়াম ীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, পৌর যুবলীগের আহ্বায়ক আঃ মালেক শেখ, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মুন্না, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিনসহ অঙ্গ-সংগঠন ও ১নং থেকে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।