নৌকার জয় নিশ্চিত করতে শফিকুর রহমানের সাথে নেমেছে জাহিদুল ইসলাম রোমান
ফরিদগঞ্জে এবার সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সবাইকে নিয়েই নৌকার বিজয় নিশ্চিত করবো : সাংবাদিক শফিকুর রহমান
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান বলেছেন, উন্নয়নের ধারাবহিকতা রক্ষার স্বার্থে জননেত্রীর দেয়া নৌকা প্রতীকের জয় নিশ্চিত করে পরে আমরা ফরিদগঞ্জে একটা বিজয় মঞ্চ করবো। সেই বিজয় মঞ্চেই সবার মান অভিমান ভেঙ্গে যতো রকম ঝগড়া-বিবাদসহ সকল সমস্যার সমাধান করবো। তাই আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক জননেত্রীর নৌকা মার্কার জয় নিশ্চিত করি। এছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। নৌকা মার্কার বিজয়ের স্বার্থে গতকাল শনিবার উপজেলার ৫নং গুপ্টি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয় ও ধানুয়া এলাকায় আয়োজিত দুটি পৃথক কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে সাংবাদিক শফিকুর রহমান উপরোক্ত কথা বলেছেন।
তিনি আরো বলেন, বর্তমান নির্বাচনটি স্বাধীনতাবিরোধীদের সাথে একটি কঠিন চ্যালেঞ্জিং নির্বাচন। তাই প্রথমত দল ও নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে ফরিদগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগ সরকারের চলমান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে নৌকার জয় নিশ্চিত করতে হবে।
একই দিন বিকেলে ফরিদগঞ্জের ৯নং গোবিন্দপুর ইউনিয়নের ধানুয়া এলাকায় নৌকা প্রতীকের জয় নিশ্চিতের লক্ষ্যে কর্মী সভা হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খাঁর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সোহেল চোধুরীর সঞ্চলনায় উক্ত কর্মী সভায় নৌকার প্রার্থী শফিকুর রহমান ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কমিশনার ফরিদগঞ্জের ধানুয়া এলাকার কৃতী সন্তান আবদুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক এমপি পুত্র অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, উপজেলা যুবলীগের সভাপতি হাজী সফিকসহ দলের বিভন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।