নৌকার সমর্থনে পাইকপাড়া উত্তর ইউনিয়ন ছাত্রলীগের গণসংযোগ
ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে নৌকার সমর্থনে গণসংযোগ করেছেন নেতা-কর্মীরা। গতকাল শনিবার বিকেলে ইউনিয়নের শাহী বাজার, কড়ৈতলী বাজার ও চৌরাঙ্গী বাজারে গণসংযোগ করেন তারা। এ সময় নেতা-কর্মীরা নৌকা মার্কার সমর্থনে শ্লোগান দিয়ে জনসাধারণের কাছে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। গণসংযোগ শেষে ইউনিয়ন পরিষদের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। সাবেক ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান পাটওয়ারীর নেতৃত্বে অনুষ্ঠিত এ গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা তোফায়েল পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সর্দার, সহ-সভাপতি সাগর পাটওয়ারী, মামুন, সাধারণ সম্পাদক আসিফ, ছাত্রলীগ নেতা লিমন, তোফায়েল আহম্মেদ নূর, সৈকত, শাওন প্রমুখ।