ডাঃ দীপু মনির সমর্থনে ইব্রাহীমপুর ইউনিয়নের তিনটি ওয়ার্ডে যৌথ উঠোন বৈঠক
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাঃ দীপু মনির সমর্থনে সদর উপজেলার ১১নং ইব্রাহীমপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের যৌথ উদ্যোগে নৌকা প্রতীকের নির্বাচনী উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে পূর্ব সাখুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ বিল্লাল আখন্দ। ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ কাশেম খানের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা যুব কমান্ড চাঁদপুর জেলা সভাপতি ও পৌর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া, জেলা যুবলীগ নেতা লিলু হাওলাদার ও এলাকার মুরুব্বি হারুন খান।
ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নয়ন মোল্লার পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাদা আখন্দ, কাতার আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান তাইনীসহ অসংখ্য নেতা-কর্মী ও এলাকাবাসী। আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য সেলিম বেপারী, সফিক আখন্দ (বিএনপি থেকে সদ্য যোগদানকারী), সাবেক মেম্বার স্বপন গাজী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির সর্দার, সাধারণ সম্পাদক আনোয়ার রাঢ়ি, ৩নং ওয়ার্ড সভাপতি রফিক আখন্দ, সাধারণ সম্পাদক মিজান পাটওয়ারী, স্থানীয় যুবলীগ নেতা রাসেল খান, আলম রাঢ়ি, সাইফুল শেখ, জাহাঙ্গীর খান, শ্রমিক লীগ নেতা মিজান মাঝি, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক হোসাইন গাজী, সদস্য ইসমাইল ঢালী প্রমুখ।
বক্তারা বলেন, নৌকার প্রশ্নে ইব্রাহীমপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ। ডাঃ দীপু মনি আমাদেরকে নদীভাঙ্গন থেকে রক্ষা করেছেন। নৌকার সাথে মুনাফেকি চলবে না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবার নির্বাচনে নৌকার বিকল্প নেই। আমরা নৌকা মার্কাকে জয়যুক্ত করবো এটাই হোক আমাদের শপথ।