মমিনউল্লাহ পাটওয়ারীর সহধর্মিণীর দাফন সম্পন্ন
প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মহাপরিচালক, সাবেক সচিব এবং চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্য মমিনউল্লাহ পাটওয়ারী বীর প্রতীকের সহধর্মিণী নাজনীন মমতাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলার মৈশাদী মমিন উল্লাহ পাটওয়ারী বীর প্রতীক একাডেমী প্রাঙ্গণে জানাজার পূর্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গনি পাটওয়ারী, মরহুমার স্বামী মমিনউল্লাহ পাটওয়ারী ও তার বড় ছেলে নাজমুল মমিন।
জানাজায় ইমামতি করেন অধ্যাপক হাফেজ বশিরউল্লাহ। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গত বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৩ বছর। তিনি স্বামী, দুই ছেলেসহ অনেক আত্মীয়স্বজন যান।
জানাজায় অংশ নেন চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ¦ জাহাঙ্গীর আখন্দ সেলিম, চাঁদপুর সাহিত্য একাডেমীর মহাপরিচালক কাজী শাহাদাত, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা গণফোরামের সভাপতি অ্যাডঃ সেলিম আকবর, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক আলহাজ¦ মির্জা জাকির, ব্যবসায়ী নেতা মোস্তাক হায়দার চৌধুরীসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় এলাকাবাসী।