• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পুরাণবাজারে ডাঃ দীপু মনির উঠোন বৈঠক

প্রকাশ:  ১৪ ডিসেম্বর ২০১৮, ১১:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুরাণবাজার হরিসভা এলাকাবাসীর আমন্ত্রণে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎপূর্বক উঠোন বৈঠক করেছেন চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডাঃ দীপু মনি এমপি। গত শুক্রবার সন্ধ্যায়  হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর পৌর কমিটির সভাপতি রোটাঃ রিপন সাহার আয়োজনে তার বাসভবনের সামনে এ উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়।
    ডাঃ দীপু মনি এমপি তাঁর বক্তব্যে বলেন, আপনাদের দোয়া, আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে পর পর ২ বার জাতীয় সংসদে গিয়েছি এবং আপনাদের হয়ে কাজ করেছি। কাজ করতে গিয়ে যদি আপনাদের দেয়া আমানতের অমর্যাদা না করে থাকি তবে আমাকে পুনরায় কাজ করার সুযোগ দিবেন। যাতে আবারো আপনাদের সেবা করতে পারি।
    তিনি আরো বলেন, আপনাদের সেবা করার জন্যে আমাকে আপনারা পুনরায় সুযোগ দিবেন সেই আত্মবিশ্বাস আমার আছে। আর আছে বলেই আমি আবারো প্রার্থী হয়েছি। আর জননেত্রী আমাকে এ আসনে মনোনয়ন দিয়ে পুনরায় আপনাদের কাছে পাঠিয়েছেন। আশা করি আপনারা আমার এই বিশ্বাসের মর্যাদা রাখবেন। এজন্যে আমি আবারো আপনাদের দোয়া ও আশীর্বাদ চাই।
    রোটাঃ রিপন সাহার পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা অজয় কুমার ভৌমিক, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডঃ রণজিৎ রায় চৌধুরী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ ঘোষ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক পৌর কাউন্সিলর মোহম্মদ আলী মাঝি, শিক্ষিকা মৃদুলা সাহা, জেলা লোকনাথ সেবক সংঘের সভাপতি সুমন সাহা, সিনিয়র সহ-সভাপতি লিটন সাহা প্রমুখ। উঠোন বৈঠকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    ডাঃ দীপু মনির উঠোন বৈঠকের সংবাদ শুনে বিকেল থেকে বিভিন্ন শ্রেণী পেশার স্বতঃস্ফূর্ত হয়ে সেখানে ভিড় জমাতে শুরু করেন। এদের মধ্যে অধিকাংশই ছিলেন নারী। তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে। কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় বাড়ির প্রতিটি অংশ। তারা দীপু মনিকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। দীপু মনিও তাদেরকে জড়িয়ে ধরে তাদের প্রতি ভালোবাসাও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

সর্বাধিক পঠিত