• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে অরেঞ্জ ক্যাম্পেইন

প্রকাশ:  ১৪ ডিসেম্বর ২০১৮, ১১:৪১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ফরিদগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে অরেঞ্জ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্প’-এর আওতায় ইউএনডিপির সহযোগিতায় ক্যাম্পেইনে নির্যাতিত নারীর সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
    উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী আফরোজের নেতৃত্বে ক্যাম্পেইনের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিনা নাসরিনের সভাপতিত্বে এবং ইএএলজি জেলা সমন্বয়ক নুরউদ্দিন মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী আফরোজ, উপজেলা প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা নাসরিন, সমাজসেবা অফিসার শাহাদাৎ হোসেন, মহিলা বিষয়ক অফিসার মাকসুদা আক্তার, যুব উন্নয়ন অফিসার ইব্রাহিম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে নুরুন্নবী নোমান ও প্রবীর চক্রবর্তী। সভাশেষে সহকারী কমিশনার (ভূমি) মমতা আফরিন উপস্থিত সবাইকে নারী নির্যাতন না করার শপথ বাক্য পাঠ করান। এদিকে জাতীয় ডিজিটাল দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সর্বাধিক পঠিত