• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বিজয় মেলার ১১তম দিনে পুনাকের সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশ:  ১২ ডিসেম্বর ২০১৮, ১০:১৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মুক্তিযুদ্ধের বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় মেলার ১১তম দিনে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুরের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    গতকাল মঙ্গলবার রাত ৮টায় অনুষ্ঠানের শুরুতে বিজয় মেলার পক্ষ থেকে পুনাক সভানেত্রী পুলিশ সুপার পতœী সাদিয়া কবিরের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানের শুভ সূচনা গ্রহণ করেন পুনাক সভানেত্রী সাদিয়া কবির।
    পুনাকের শিক্ষক শিপ্রা মজুমদারের সংগীত ও রাখী মজুমদারের নৃত্য পরিচালনায় বিজয় মেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। চাঁদপুর সদরের এএসপি হেডকোয়ার্টার সাকিলা ও উপস্থাপক এম ইউনুছ উল্লাহর যৌথ পরিচালনায় পুনাকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘বিজয় দেখেছিলাম ১৬ ডিসেম্বর’ এই গানটির সাথে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে পুনাকের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। ‘আমি মুক্তিযুদ্ধ দেখেনি, শুনেছি যুদ্ধের কথা’ এই গানটির মধ্য দিয়ে পুনাকের সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্ত হয়। নৃত্য পরিবেশন করে প্রীতি, সিয়াম, প্রান্ত, তানজিল, রেহানা, চুমকি, শাহিনা, তৃনা, প্রাপ্তি, ফাতেমা, মিকি, নুপুর, ইশিসহ আরো অনেকে। সংগীত পরিবেশন করে পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম-এর একমাত্র তনয়া ইশরা কবির। শুধু নৃত্য আর সংগীত নয়, কবিতা আবৃত্তি ও অভিনয়ে ফুটে উঠে পুনাকের সাংস্কৃতিক অনুষ্ঠান। পুনাকের সভানেত্রী সাদিয়া কবিরের হাতে ক্রেস্ট প্রদানকালে মঞ্চে উপস্থিত ছিলেন বিজয় মেলার চেয়ারম্যান মহসিন পাঠান, মহাসচিব হারুন আল রশীদ, স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক অ্যাডঃ বদিউজ্জামান কিরণ, মাঠ মঞ্চের যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ আমির উদ্দিন ভূঁইয়া মন্টু, সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক তপন সরকারসহ আরও অনেকে। 

সর্বাধিক পঠিত