• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রান্তিকের মাদকবিরোধী বিলবোর্ড প্রদর্শন

প্রকাশ:  ১২ ডিসেম্বর ২০১৮, ১০:০৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘প্রান্তিক’ (একটি সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, চাঁদপুর) কর্তৃক আয়োজিত মাদকবিরোধী বিলবোর্ড প্রদর্শনের উদ্বোধন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১১টায় চাঁদপুরের পুলিশ সুপার কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম এ বিলবোর্ড প্রদর্শনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ মজিবুর রহমান, প্রান্তিক সংগঠনের সভাপতি মোঃ আশরাফুজ্জামান কাজী রাসেল, সাধারণ সম্পাদক শায়েস্তা খান রাসেল, সাংগঠনিক সম্পাদক মাসুদ মাল, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল প্রধান, সহ-সভাপতি সবুজ দাস, সদস্য মোঃ সাদ্দাম ঢালী, মেহেদী খান, মোঃ ফয়েজ, মোঃ আকরাম, মোঃ নাঈম প্রমুখ।
    এ সময় পুলিশ সুপার তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রান্তিক সংগঠনের এমন মহতী উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং সবসময় এই ধারাবাহিকতা বজায় রাখবে বলে প্রত্যাশা করি এবং এই সংগঠনের সাফল্য কামনা করি।

 

সর্বাধিক পঠিত