• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

অল্পের জন্য রক্ষা

কাভার্ডভ্যান চাপায় চারটি স্কুটারের ব্যাপক ক্ষতি

প্রকাশ:  ১১ ডিসেম্বর ২০১৮, ১৩:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর শহরের নতুনবাজার-পুরাণবাজার ব্রিজের পালবাজার মুখে পারটেক্স বোঝাই কাভার্ডভ্যান (নং : ঢাকা মেট্রো ১১০৪৮৯) ব্রেকফেল করে চারটি সিএনজিচালিত স্কুটারকে (যেগুলোর নং যথাক্রমে : চাঁদপুর থ-১১৪০৬৫, চাঁদপুর থ-১১১৯৯২, চাঁদপুর থ-১১৬১৮৪ ও চাঁদপুর থ-১১৪৪০৩) চাপা দিলে সেগুলো দুমড়ে-মুচড়ে যায়। এতে স্কুটারগুলোর প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে স্কুটার চালকরা জানান। চাঁদপুর উত্তর অঞ্চল ফায়ার সার্ভিসকর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে কাভার্ডভ্যানের নিচ থেকে চারটি স্কুটার উদ্ধার করেছে। তারপর চাঁদপুর মডেল থানার পুলিশ স্কুটারগুলোকে উদ্ধার করে মডেল থানায় নিয়ে যায়। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক শুক্কুর আলী পালিয়ে গেলেও পুলিশ হেলপার মিজানুর রহমানকে আটক করেছে।
    ঘটনার বিবরণে জানা যায়, সোমবার সকালে খুলনা থেকে পারটেক্স বোঝাই কাভার্ডভ্যানটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত ১১টা ১০ মিনিটে কাভার্ডভ্যানটি নতুনবাজার-পুরাণবাজার সেতুর উপর থেকে নামতে গিয়ে ব্রেকফেল করে এ দুর্ঘটনা ঘটায়।
    হেলপার মিজানুর রহমান জানান, চালক অনেক চেষ্টা করে ব্রিজের পাশের দেয়ালে কাভার্ডভ্যানটি আটকে দিতে যায়। কিন্তু কাভার্ডভ্যানটি ওভারলোড থাকায় দেয়ালে আটকানো সম্ভব হয়নি।
    ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ মোবারক আলী জানান, ঘটনার সাথে সাথে ঘটনাস্থলে এসে কাভার্ডভ্যানের নিচ থেকে চারটি সিএনজি স্কুটারকে উদ্ধার করা হয়। কাভার্ডভ্যানের গ্যাস লিকেজ হওয়ায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
    চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম উদ্দিন জানান, ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া চারটি সিএনজি স্কুটার ও কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেলেও হেলপার মিজানুর রহমানকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।
   

সর্বাধিক পঠিত