চাঁদপুর জেলা সদরে বেগম রোকেয়া দিবসে র্যালি ও আলোচনা সভা
চাঁদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৮ উদ্যাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ ডিসেম্বর রোববার সকাল ১০টায় জেলা ক্রীড়া সংস্থায় জেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে এ দিবসের আলোচনা সভার পর এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন ক্যাটাগরিতে ৮ উপজেলার ৫ জনকে সংবর্ধনাস্বরূপ পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। এর আগে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জামাল হোসেন। তিনি বলেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়ন অনেক প্রশংসিত। নারীর ক্ষমতায়ন আরো এগিয়ে নিতে হবে। তবে হতদরিদ্র সমাজে এখনো নীরবে নারীরা নির্যাতিত হচ্ছে। তাই নারীদের সমাজে বেরিয়ে আসতে হবে উদ্যোক্তা হয়ে।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং মতলব রয়মনেন্নেছা ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল আফরোজা খাতুনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (সদর হেড কোয়ার্টার) শাকিলা ইয়াসমিন সূচনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা চাঁদপুর জেলা শাখার চেয়ারম্যান অধ্যাপিকা মাসুদা নূর খান, আত্মনিবেদিতা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, সূর্যের হাসি ক্লিনিক চাঁদপুরের ম্যানেজার বেবী সাহা, শ্রেষ্ঠ জয়িতা মতলব দক্ষিণের সাবিনা ইয়াসমিন, ফরিদা বেগম, পীর মহসিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম, এনজিও কর্মী লায়লা আক্তার, পীর মহসিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী জান্নাত আক্তার প্রমুখ। এর আগে দিবস উপলক্ষে অতিথি, শিক্ষার্থী ও সুধী নারীদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়।