বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদের কমিটি গঠন
বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদের আগামী ২ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল ৯ ডিসেম্বর সন্ধ্যায় সংগঠনের নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে রয়েছেন সভাপতি অজিত দত্ত, সহ-সভাপতি মজিবুর রহমান মজিব, মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোঃ কবির আহমেদ রিংকু, সহ-সাধারণ সম্পাদক জসীম মেহেদী, সাংগঠনিক সম্পাদক সুমন সরকার জয়, সহ-সাংগঠনিক সম্পাদক মাহিয়া বিনতে জাকির মাহি, কোষাধ্যক্ষ উজ্জ্বল হোসাইন পাটওয়ারী, সাহিত্য সম্পাদক অন্তিক চক্রবর্তী, সহ-সাহিত্য সম্পাদক তাহাসিনা তাসমির লাবিবা, প্রচার প্রকাশনা সম্পাদক অন্তর বিশ্বাস, দপ্তর সম্পাদক তাসনিয়া ইসলাম নোভা, সাংস্কৃতিক সম্পাদক সৈকত মজুমদার সিজার, সম্মানিত সদস্য মাহমুদা খানম, শৈবাল মজুমদার, পিএম বিল্লাল ও মৃনাল সরকার। উক্ত কমিটির আগামী ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকরী ক্ষমতা থাকবে।