• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বিজয় মেলার ৯ম দিনে প্রীতি বিতর্ক

প্রকাশ:  ০৯ ডিসেম্বর ২০১৮, ২১:৩০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মুক্তিযদ্ধের বিজয় মেলার আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ৯ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধে আইন নয়, সচেতনতাই অধিক কার্যকর এই বিষয়ের উপর সচেতন নাগরিক কমিটি চাঁদপুরের সিএফজি গ্রুপ ও ইয়েস গ্রুপ এই প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হয়। এই বিতর্কে সভা প্রধানের দায়িত্ব পালন করেন সচেতন নাগরিক কমিটি সনাক চাঁদপুরের সভাপতি ও বর্তমান সদস্য রোটাঃ কাজী শাহাদাত। মডারেটরের দায়িত্ব পালন করেন ট্রান্সফারেন্সী ইন্টারন্যাশনাল বাংলাদেশ চাঁদপুরের রাজন চন্দ্র দে। পক্ষ দলে সিএফজি গ্রুপের দল প্রধান রাসেল হাসান, বক্তা নাজমুল সাকিব, ও তাওহীদুর রহমান। বিপক্ষ দলের ইয়েস গ্রুপের দল প্রদান মোঃ আব্দুল্লাহ আল নোমান, বক্তা ইসরাত জাহান ও সুব্রত দেবনাথ। উভয় দলই দুর্নীতি প্রতিরোধে আইন নয়, সচেতনতাই অধিক কার্যকর এই বিষয়ের উপর যথাযথ যুক্তি তর্ক উপস্থাপন করেন।
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে এই বিতর্কের আয়োজন। এসময় উপস্থিত ছিলেন সনাক চাঁদপুরের সহ-সভাপতি ইসমত আরা শাফী বন্যা, মোঃ আব্দুল মালেক, সনাক সদস্য ডাঃ পীযুষ কান্তি বড়–য়া, সাবেক আহ্বায়ক ও বর্তমান সদস্য প্রফেসর মনোহর আলী, তৃপ্তি সাহা, বিজয় মেলার মহাসচিব হারুন আল-রশীদ, দুর্নীতি প্রতিরোধ কমিটি চাঁদপুরের সভাপতি ড. কাজী হাসেম, সহ-সভাপতি মোঃ কেফায়েত উল্লাহ, টিআইবি প্রোগ্রাম ম্যানেজার মোঃ হুমায়ুন কবির, টিআইবি এরিয়া ম্যানেজার মোঃ মাসুদ রানা, স্বজন গ্রুপ সদস্য মোঃ কাামল হোসেন চৌধুরী, টিআইবির সহকারি ব্যবস্থাপক শিশির কুমার সরকার। পরে উভয় দলকে পুরস্কৃত করা হয়।  

 

সর্বাধিক পঠিত