• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বিজয় মেলার ৯ম দিনে চাঁদপুর মঞ্চ ও মৃত্তিকার সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশ:  ০৯ ডিসেম্বর ২০১৮, ২১:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মুক্তিযদ্ধের বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় ৯ম দিন ৯ ডিসেম্বর সন্ধ্যায় চাঁদপুর মঞ্চ ও রাত ৮টায় মৃত্তিকা মিউজিক একাডেমির পরিবেশনায় নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যায় চাঁদপুর মঞ্চের পরিবেশনায় নৃত্যানুষ্ঠানের পূর্বে বিজয় মেলা কর্তৃপক্ষ সংগঠনের কর্মকর্তাদের হাতে বিজয় মেলার স্মারক ক্রেস্ট প্রদান করেন। পরে সালমানের পরিচালনায় মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। সবুজের বুকে লাল এই গানটির মাধ্যমে নৃত্যানুষ্ঠানটি শুরু করা হয়। এ নৃত্যানুষ্ঠানে নৃত্য পরিবেশন করে মাটি, সবুজ, উজ্জল, সূর্য, সৈকত, মেহেদী, রাতুল, সাদিয়া, সামিয়া, রিপা, শ্রাবণ, জাইমা, নিশিসহ আরও অনেকে। পরে রাত ৮টায় সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় মৃত্তিকা মিউজিক একাডেমির সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য রাখেন বিজয় মেলার মহাসচিব হারুন আল রশীদ। এর পূর্বে মৃত্তিকা মিউজিক কর্মকর্তাদের হাতে বিজয় মেলার সম্মাননা ক্রেস্ট তুলে দেন মেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মহিসন পাঠান, মহাসচিব হারুন আল-রশীদ, সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক তপন সরকারসহ অন্যরা। মৃত্তিকা মিউজিক একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন হারুন আল রশীদ। এতে সঙ্গীত পরিবেশন করে আযান, পাপিয়া, আরিয়ান, রনি, বাপ্পি, সাকিবসহ আরো অনেকে। যন্ত্র সংগীতে ছিল প্রেমা, শাওন, হৃদয় ও সংগঠনের পরিচালক আফসার বাবু প্রমুখ।

সর্বাধিক পঠিত