• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশন মতলব দক্ষিণ উপজেলা শাখার কমিটি পুনর্গঠন

প্রকাশ:  ০৯ ডিসেম্বর ২০১৮, ১০:২৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশন মতলব দক্ষিণ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠন করা হয়েছে। গত ৬ ডিসেম্বর বিকেলে ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় মতলব ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আইনুন্নাহার কাদরীকে সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের সহ-সম্পাদক (অনলাইন) রোটাঃ রেদওয়ান আহমেদ জাকিরকে সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
    মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার সভাপতি মাকসুদুল হক বাবলুর সভাপতিত্বে উক্ত সভায় চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশন মতলব দক্ষিণ উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন : সিনিয়র সহ-সভাপতি মোঃ আরিফ বিল্লাহ, সহ-সভাপতি নুরুন্নাহার আক্তার বকুল, যুগ্ম সম্পাদক ইফতেখার হোসেন কাদরী ও ইমতিয়াজ রেজা, সাংগঠনিক সম্পাদক কামরুন নাহার কাদরী, সহ-সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, কোষাধ্যক্ষ মোঃ নাজির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম নিপু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাঈনুল ইসলাম টিপু, কার্যকরী সদস্য মাকসুদুল হক বাবলু, মোহাম্মদ মোফাজ্জল হোসেন, ফারুক আহমেদ বাদল, অধ্যাপক ওয়ালী উল্লাহ, সাংবাদিক মুহাম্মদ ইকবাল হোসেন, সাংবাদিক মোহাম্মদ আকতার হোসেন, মোঃ মনির হোসেন, মোঃ ইকবাল হোসেন, মোঃ সেলিম প্রধানীয়া ও কামরুজ্জামান মুকুল।

 

সর্বাধিক পঠিত