• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরের কৃতী খেলোয়াড় লিটনের দাফন সম্পন্ন

প্রকাশ:  ০৯ ডিসেম্বর ২০১৮, ১০:১৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের পুরাণ আদালত পাড়া নিবাসী সাবেক কৃতী (বাস্কেটবল ও ক্রিকেট) খেলোয়াড় এবং ঠিকাদার নাসিমুল আলম লিটনের দাফন সম্পন্ন হয়েছে। তিনি গত শুক্রবার রাত সাড়ে ৮টার সময় ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৫২ বছর। গতকাল শনিবার বাদ জোহর চাঁদপুর বেগম জামে মসজিদের ঈদগাহে মরহুমের জানাজা শেষে তাঁকে পৌর কবরস্থানে দাফন করা হয়।
    নাসিমুল আলম লিটন গত ২৭ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্যে ঢাকায় বাংলাদেশ স্পেশলাইজ্ড হাসপাতালে ভর্তি হন। শুক্রবার তাঁকে পিজি হাসাপাতালে চিকিৎসার জন্যে নেয়া হলে সেখানেই শুক্রবার রাতে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও ২ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে যান। তাঁর বাবা প্রফেসর আব্দুল মান্নান দীর্ঘদিন চাঁদপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
    লিটন ক্রিকেট ও বাস্কেটবলের খেলোয়াড় হিসেবে চাঁদপুর মোহামেডান, আবাহনীসহ বিভিন্ন ক্লাবে খেলেছেন। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে ঠিকাদারী ব্যবসার সাথে জড়িত রয়েছেন।
    গতকাল দুপুরে মরহুমের জানাজা পূর্বে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ ও জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। জানাজায় ইমামতি করেন বেগম জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান।
    জানাজায় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা হানিফ পাটওয়ারী, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মুনির আহমেদ, বর্তমান সহ-সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, আবু নাসের বাচ্চু পাটওয়ারীসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ফুটবল, ক্রিকেট, বাস্কেটবলের খেলোয়াড়রাসহ মুসল্লিগণ।

 

 

সর্বাধিক পঠিত