• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর জেলা জাতীয় শ্রমিক লীগের নির্বাচনী মতবিনিময় সভা

প্রকাশ:  ০৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 গত ৭ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ছয়টায় ডাঃ দীপু মনি এমপির বাসভবনে জাতীয় শ্রমিক লীগ, চাঁদপুর জেলা শাখার সাথে নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডাঃ দীপু মনি এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডঃ হুমায়ুন কবির। আরো বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এসএম জয়নাল আবেদিন ও যুগ্ম আহ্বায়ক এমএ হাসান লিটন। উক্ত সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাহবুবুর রহমান। সভা পরিচালনা করেন জাতীয় শ্রমিক লীগ, চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ। উক্ত সভায় জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দসহ জাতীয় শ্রমিকলীগ অন্তর্ভুক্ত চাঁদপুর রেলওয়ে শ্রমিক লীগ, ব্যাংক কর্মচারী ফেডারেশন, বিদ্যুৎ শ্রমিক লীগ, ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ শ্রমিক লীগ, বিআইডব্লিউটিএ শ্রমিক লীগ, রিকসা শ্রমিক লীগ, পানি উন্নয়ন বোর্ড শ্রমিক লীগ, গণপূর্ত শ্রমিক লীগ, সড়ক ও জনপদ শ্রমিক লীগ, স’ মিলস্ শ্রমিক লীগ,  মটরযান শ্রমিক লীগ, নৌবন্দর শ্রমিক লীগ, ডব্লিউ রহমান জুট মিলস্ শ্রমিক লীগ, পল্লী উন্নয়ন শ্রমিক লীগ, সদর থানা শ্রমিক লীগ, পৌর শ্রমিক লীগ, হাইমচর থানা শ্রমিক লীগ, বাবুরহাট আঞ্চলিক শ্রমিক লীগ, সোনালী ব্যাংক লিঃ সিবিএ, অগ্রণী ব্যাংক লিঃ সিবিএ, কৃষি ব্যাংক লিঃ সিবিএ, জনতা ব্যাংক লিঃ সিবিএ, ন্যাশনাল ব্যাংক লিঃ, বিএডিসি শ্রমিক লীগ, সিএনজি শ্রমিক লীগ, রিকসা শ্রমিক লীগের প্রত্যেকটি ইউনিট, হোটেল শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে ডাঃ দীপু মনিকে পুষ্প নৌকা এবং প্রত্যেকটি বেসিক ও ক্রাপ্ট ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। সভায় স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হওয়ার জন্যে উপরোক্ত সকলকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা জাতীয় শ্রমিক লীগ নেতৃবৃন্দ।

 

সর্বাধিক পঠিত