• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

অবসান হলো সকল শঙ্কার ॥ বাদ পড়লেন মায়া চৌধুরী

চাঁদপুরের তিনটি আসনে চূড়ান্তভাবে নৌকা পেলেন ড. খান, অ্যাডঃ রুহুল ও সাংবাদিক শফিক

প্রকাশ:  ০৮ ডিসেম্বর ২০১৮, ১০:৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের পাঁচটি আসনের মধ্যে তিনটি আসনে আওয়ামী লীগের দ্বৈত প্রার্থিতা নিয়ে সকল শঙ্কা ও জল্পনা-কল্পনার অবসান হলো। আসন তিনটিতেই আওয়ামী লীগ একক প্রার্থী চূড়ান্ত করেছে। এই তিনজন হচ্ছেন চাঁদপুর-১ (কচুয়া) আসনে ড. মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে অ্যাডঃ নূরুল আমিন রুহুল এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মুহম্মদ শফিকুর রহমান। এ তিনজনকে গতকাল দলের চূড়ান্ত মনোনীত প্রার্থী হিসেবে চিঠি দেয়া হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার ৭/১২/২০১৮ তারিখে স্বাক্ষরিত জেলা রিটার্নিং অফিসার বরাবর চিঠিতে উক্ত তিনজনকে দলের চূড়ান্ত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক বরাদ্দের জন্যে অনুরোধ জানানো হয়েছে।
গতকাল ৭ ডিসেম্বর শুক্রবার চাঁদপুর জেলায় আলোচনার কেন্দ্রবিন্দু ছিলো চাঁদপুরের তিনটি আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি। সবচেয়ে আলোচিত বিষয় ছিলো মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের বাদ পড়া। যিনি বর্তমান মন্ত্রী সভায় এখনো আছেন। দলেও যিনি প্রভাবশালী। তাই মায়া চৌধুরী প্রথমে দলের মনোনয়ন পাওয়ার পরও পরবর্তীতে বাদ পড়াটা ছিলো বলতে গেলে বড় ধরনের অঘটন। চাঁদপুর-২ ও চাঁদপুর-৪ আসনে শেষ মুহূর্তে যে দু’জনকে মনোনয়ন দেয়া হয়েছে সে দু’জনকেই সর্বশেষ একক প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হলো।
উল্লেখ্য, চাঁদপুর-১ আসনে প্রথমেই দু’জনকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়। এঁরা হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এবং এনবিআরের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম হোসেন। এঁদের মধ্যে গোলাম হোসেনকে বাদ দিয়ে মহীউদ্দীন খান আলমগীরকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়। আর চাঁদপুর-২ ও চাঁদপুর-৪ আসনে প্রথমে মনোনয়ন দেয়া হয় যথাক্রমে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়াকে। পরবর্তীতে শেষ মুহূর্তে অর্থাৎ মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ সময়ের আগের দিন ২৭ নভেম্বর রাতে চাঁদপুর-২ আসনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডঃ নূরুল আমিন রুহুলকে এবং চাঁদপুর-৪ আসনে জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমানকেও মনোনয়ন দেয়া হয়। গতকাল মায়া চৌধুরী ও শামছুল হক ভূঁইয়াকে বাদ দিয়ে অ্যাডঃ নূরুল আমিন রুহুল ও মুহম্মদ শফিকুর রহমানকে একক প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। গতকালকের এই চূড়ান্তকরণের মধ্য দিয়ে চাঁদপুরের পাঁচটি আসনে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে পাঁচজনই রইল। এই পাঁচজন হচ্ছেন চাঁদপুর-১ আসনে ড. মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-২ আসনে অ্যাডঃ নূরুল আমিন রুহুল, চাঁদপুর-৩ আসনে ডাঃ দীপু মনি, চাঁদপুর-৪ আসনে মুহম্মদ শফিকুর রহমান ও চাঁদপুর-৫ আসনে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।  

 

সর্বাধিক পঠিত