প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা
মহামায়ায় তাবলীগ জামাতের বিক্ষোভ সমাবেশ
টঙ্গীর বিশ^ ইজতেমায় ফেতনা সৃষ্টিকারী ও সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল ৭ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহে বিভিন্ন এলাকার জামে মসজিদের ইমাম, মুসল্লি ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দিল্লীর মাওঃ সা’দ অনুসারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এদিকে এ সমাবেশ প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে করা হয়েছে। গত বুধবার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাঁদপুরের বিভিন্ন মসজিদের ইমাম ও তাবলীগ জামাতের দুই গ্রুপের মুরুব্বিদের নিয়ে মডেল থানায় বৈঠক করেন। এ বৈঠকে বর্তমানে নির্বাচনী পরিবেশ থাকায় জুমার দিন মসজিদে খুৎবার আলোচনায় তাবলীগ জামাতের অতীত-বর্তমান নিয়ে কোনো কথা না বলতে এবং কোনো বিক্ষোভ বা সমাবেশ না করতে বলা হয়।
গত ১ ডিসেম্বর টঙ্গীর বিশ^ ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের সাথীদের উপর বর্বরোচিত হামলা ও নৃশংস হত্যাকা-ের প্রতিবাদে গতকাল এ বিক্ষোভ সমাবেশ করা হয়। সমাবেশে ফরিদ উদ্দিন মাসউদ, ওয়াসিকুল ইসলাম, খান শাহাবুদ্দিন নাসিম, কাজী এরতেজাসহ তাবলীগে ফাটল সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে বক্তব্য রাখেন আল জামেয়াতুল ইসলামিয়া শামছুল উলুম মহামায়া মাদ্রাসার মুহাদ্দিস মাওঃ মোহাম্মদ ইদ্রিস, মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওঃ মোঃ সাইফুল ইসলাম, দমকেরগাঁও কাজী বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ শাহাদাত হোসেন, টাওরখিল মজুমদার বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওঃ মোঃ আল আমিন প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে মহামায়া মাদ্রাসার মুহাদ্দিস মাওঃ মোহাম্মদ ইদ্রিস বলেন, দ্বীনের প্রয়োজনে আমরা এক দেশ থেকে অন্য দেশে ছুটে যাচ্ছি। তাবলীগের এ কাজকে মুছে দিতে মিশনে নেমেছে সা’দ পন্থীরা। এই দেশ হক্কানি ওলামাদের। আর ইসলাম হচ্ছে বিশ্বের সবচেয়ে শান্তিপ্রিয় ধর্ম। যুগ যুগ ধরে ইসলামকে ধ্বংস করার জন্যে বিশে^র সকল প্রান্তে ষড়যন্ত্রকারীরা উঠে পড়ে লেগেছিলো। এখনো সেই চক্রান্তকারীরা মুসলমানদের মধ্যে হানাহানি ও ফেতনা সৃষ্টি করতে হামলাকারীদের মদদ দিয়ে টঙ্গীর বিশ^ ইজতেমায় শান্তিপ্রিয় মুসলমানদের উপর বর্বরোচিত হামলা চালায়। যা মুসলিম জাতির জন্যে অত্যন্ত কলঙ্কময়। ফরিদ উদ্দিন মাসউদ, ওয়াসিকুল ইসলাম, কাজী এরতেজাসহ কুলাঙ্গারদের আটক করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এছাড়া উক্ত সন্ত্রাসী হামলার মদদদাতা ও হীন উদ্দেশ্য চরিতার্থকারী কুলাঙ্গার চাঁদপুরের মাওঃ আব্দুর রশিদ ও মাওঃ আব্দুল্লাহসহ অভিযুক্তদের তাবলীগ জামাতের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দিতে হবে।