৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবস ॥ বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন
আগামীকাল ৮ ডিসেম্বর শনিবার 'চাঁদপুর মুক্ত' দিবস। এদিন আনুষ্ঠানিকভাবে চাঁদপুরের ২৭তম মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন করা হবে। গৌরব ও ঐতিহ্যের ২৭তম এ বিজয় মেলা মহান স্বাধীনতা যুদ্ধে চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজড়িত স্থান হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে' প্রতি বছরের ন্যায় এবারো হচ্ছে।
আগামীকাল ৮ ডিসেম্বর শনিবার বিকেল ৩টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বায়ান্নর ভাষা আন্দোলনের অকুতোভয় সৈনিক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ঘনিষ্ঠ সহচর মরহুম এমএ ওয়াদুদের সুযোগ্য কন্যা, বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি। মেলার শুভ উদ্বোধন করবেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মহসিন পাঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুরবাসীকে উপস্থিত হওয়ার জন্যে অনুরোধ জানিয়েছেন মেলার স্টিয়ারিং কমিটির সভাপতি এমএ ওয়াদুদ, উদ্যাপন পরিষদ-২০১৮-এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মহসিন পাঠান, মহাসচিব হারুন আল রশীদ ও স্টিয়ারিং কমিটির সম্পাদক অ্যাডঃ বদিউজ্জামান কিরণ।