• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালনে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি

প্রকাশ:  ০৭ ডিসেম্বর ২০১৮, ১০:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘টেকসই উন্নয়ন, গণতন্ত্র, শান্তি ও সুশাসন : দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এ শ্লোগানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০১৮ আগামী ৯ ডিসেম্বর পালিত হবে। এ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এদিন সকাল ৯টায় চাঁদপুর সার্কিট হাউজে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন এবং কবুতর ও ফেস্টুন-বেলুন উড়ানোর পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হবে। এরপর টিআইবির সহযোগিতায় দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে।
সকাল ৯টা ৪৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান সড়কে মানববন্ধন ও এখান থেকে র‌্যালি বের করা হবে। সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের শুরুতে দিবসের উপর ধারণাপত্র উপস্থাপন করবেন টিআইবি প্রতিনিধি। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, দুদক, কুমিল্লার সহকারী পরিচালক এএইচএম আকতারুজ্জামান ও সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁদপুর-এর সভাপতি অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন।
সবশেষে সভাপতি ও সমাপনী বক্তব্য রাখবেন দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), চাঁদপুর-এর সভাপতি ড. কাজী হাসেম।

 

সর্বাধিক পঠিত