বিজয় মেলার চতুর্থ দিনে বিবেকানন্দ, হাজীগঞ্জ উদীচী ও স্বাধীন বাংলা থিয়েটারের অনুষ্ঠান
মুক্তিযদ্ধের বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় চতুর্থ দিন সন্ধ্যায় বিবেকানন্দ যুব সংঘ চাঁদপুর জেলা শাখার পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সহ-সাধারণ সম্পাদক এস.কে. সুদীপ তন্ময়ের পরিচালনায় সঙ্গীত পরিবেশন করেন অসীম দাস, সুরজিত কর, কমল চক্রবর্তী, জাহাঙ্গীর আলম, মুক্তা বেগম, সুজিত ঘোষ ও আশীষ সরকার। সোমা দত্তের নৃত্যপরিচালনায় নৃত্য পরিবেশন করেন কুহু, হৃদিতা, রিয়া, রাত্রী ও জেরিন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের সভাপতি জয়রাম রায়, সার্বিক সহযোগিতায় ছিলেন সাধারণ সম্পাদক পলাশ মজুমদার। পরে হাজীগঞ্জ উদীচী শাখার পরিবেশনায় নন্দিতা দাসের পরিচালনায় দ্বিতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন নন্দিতা দাস, রায়হান সুলতানা, মিলি সাহা, সুমি দাস, কমল দাস, অমিত পাল, নিলা, এশা ও ইরা।
সবশেষে স্বাধীন বাংলা থিয়েটারের পরিচালনায় চাঁদপুরের তরুণ লেখক জসিম মেহেদীর রচনায় একটি নাটক মঞ্চস্থ হয়। মেহেদী হাসান জীবনের নির্দেশনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আশরাফ বাবু, রিপন সরকার, মেহেদী হাসান জীবন, রাজিব সাহা, সাকিব, ফিরোজ, ফারজানা, জুয়েল, বাবু, সজিব, শাহজাহান, এমরান প্রমুখ।